এক্সপ্লোর
চলতি মাসে কবে কবে ব্যাংক বন্ধ, দেখে নিন
এই মাসটা কেটে গেলেই আমরা সকলে পা দেব নতুন বছরে। মহামারীর আতঙ্কে এই বছরটা প্রায় গোটাটাই কেটেছে আতঙ্কে, উদ্বেগে। দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা হয়েছে আনলক পর্বের মধ্য দিয়ে। তবুও ডিসেম্বরে ক্রিসমাস কিংবা বর্ষশেষের ছুটি তো বটেই, তা ছাড়াও গোটা মাস ধরেই আরও কয়েকটি ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক।
নয়াদিল্লি: এই মাসটা কেটে গেলেই আমরা সকলে পা দেব নতুন বছরে। মহামারীর আতঙ্কে এই বছরটা প্রায় গোটাটাই কেটেছে আতঙ্কে, উদ্বেগে। দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা হয়েছে আনলক পর্বের মধ্য দিয়ে। তবুও ডিসেম্বরে ক্রিসমাস কিংবা বর্ষশেষের ছুটি তো বটেই, তা ছাড়াও গোটা মাস ধরেই আরও কয়েকটি ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক। যেহেতু করোনার সময়ে মানুষ তুলনায় কম রাস্তায় বেরোচ্ছেন, তাই ব্যাঙ্কের ছুটির দিনগুলো জানা থাকলে কবে ব্যাঙ্কে কাজের জন্য যাওয়া যেতে পারে তা দেখে নেওয়া যাবে।
ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাংকের হিসেব অনুযায়ী ব্যাংক বন্ধ থাকবে ১১দিন। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে ছুটির তালিকা তৈরি করা হয়েছে। এছাড়াও কিছু ছুটি সারা দেশের ব্যাংকগুলির জন্য প্রযোজ্য। এবার নজরে বুলিয়ে নেওয়া যাক, ডিসেম্বরে কবে কবে ছুটি থাকবে ব্যাংকে। ডিসেম্বরে ব্যাঙ্ক ছুটির তালিকায় চারটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি তো রয়েইছে৷তাছাড়াও আছে কিছু ছুটি।
৩ ডিসেম্বর – কনকদশা জয়ন্তি/ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার
১২ই ডিসেম্বর – পা টোগান নেংমিনজা সাংমা
১৭ই ডিসেম্বর- লোসোং/নামসোং
১৮ই ডিসেম্বর- থাম/লোসোং/নামসোং
১৯শে ডিসেম্বর- গোয়া লিবারেশন ডে
২৪শে ডিসেম্বর- ক্রিসমাস
২৫শে ডিসেম্বর- ক্রিসমাস
২৬শে ডিসেম্বর – ক্রিসমাস
৩০শে ডিসেম্বর- ইউ কিয়াং নাংবাহ
৩১শে ডিসেম্বর নিউ ইয়ার
এগুলির মধ্যে রয়েছে কিছু রাজ্যওয়ারি ছুটি। কয়েকটি দিনে ছুটি সারা দেশজুড়েই।
যেহেতু দেশের বেশিরভাগ জায়গায় এই মাসের নির্দিষ্ট দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকতে চলেছে, তাই প্রত্যেক সাধারণ মানুষদের ব্যাংক থেকে অগ্রিম টাকা তুলে নিতে হবে যাতে উৎসবের দিনে কোন সমস্যায় পড়তে না হয়।
৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর দিনগুলি রবিবার ৷ তাই ওই দিনগুলিতে ব্যাঙ্কের এমনিতেই ছুটি ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার পড়েছে ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর ৷ অর্থাৎ ক্রিসমাসের ঠিক পরের দিনই ৷ ৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর দিনগুলি রবিবার ৷ তাই ওই দিনগুলিতে ব্যাঙ্কের এমনিতেই ছুটি ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার পড়েছে ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর ৷ অর্থাৎ ক্রিসমাসের ঠিক পরের দিনই ৷
৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর দিনগুলি রবিবার ৷ তাই ওই দিনগুলিতে ব্যাঙ্কের এমনিতেই ছুটি ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার পড়েছে ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর ৷ অর্থাৎ ক্রিসমাসের ঠিক পরের দিনই ৷
২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটির পাশাপাশি ২৬ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা ৷ ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটির পাশাপাশি ২৬ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা ৷
২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটির পাশাপাশি ২৬ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।ছুটির দিনগুলোয় অনলাইনে ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং করা যাবে। এটিএম-ও খোলা থাকবে। তবে এটিএমের ক্ষেত্রে বলা যায়, কোনও চান্স না নিয়ে টাকা আগে থেকে তুলে রাখাই ভালো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement