এক্সপ্লোর
মুম্বই রেল ব্রিজের ওপর প্রকাশ্যে খুন, ধরা পড়ল ক্যামেরায়

মুম্বই: দিনের বেলায় প্রকাশ্যে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভিরার রেল স্টেশনে। অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তার নাম মহেন্দ্র পাল। বয়স ৩০-এর ঘরে। যাকে কুপিয়ে খুন করছে তার বয়স প্রায় ৪০। সকাল থেকেই ব্রিজের আশেপাশে ছুরি হাতে ঘুরতে দেখা যায় অভিযুক্তকে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত অন্যান্য যাত্রীরা। অভিযুক্তের হাত থেকে বাঁচতে সাহায্যের জন্য চিত্কার করলেও ওই ব্যক্তিকে বাঁচাতে কেউই এগিয়ে আসেনি বলে জানা গিয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। গোটা জায়গা ভেসে যাচ্ছে রক্তে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















