এক্সপ্লোর
Advertisement
অযোধ্যায় ফুটল পদ্মফুল, মেয়র নির্বাচনে সপাকে হারিয়ে জয়ী বিজেপি প্রার্থী
অযোধ্যা: অযোধ্যায় সভার মাধ্যমেই রাজ্যে পুরভোটের প্রচারে নেমেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটের ফলে সেই অযোধ্যা-ফৈজাবাদের মেয়র নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী ঋষিকেশ উপাধ্যায়। তবে সমানে টক্কর দিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী গুলশন বিন্দু। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিন্দুকে ৩,৬০১ ভোটে হারিয়ে মন্দির নগরীর প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হলেন উপাধ্যায়। কয়েকদিন পরেই তাঁর ৪১ তম জন্মদিন। তাই মেয়র পদে জিতে জন্মদিনের আগাম উপহার পেয়ে গেলেন তিনি।
ক্ষমতায় আসার পর যোগী সরকার অযোধ্যা ও মথুরা-বৃন্দাবনে পুরসভা গঠনের সিদ্ধান্ত নেয়। সেই হিসেবে অযোধ্যায় এটাই প্রথম পুরভোট। গত ২২ নভেম্বর প্রথম দফায় এখানে ভোট নেওয়া হয়। ভোটের হার ছিল ৪৯.৯৮ শতাংশ। ফৈজাবাজ জেলায় ভোটের হার ছিল ৫৪.০৮ শতাংশ।
উপাধ্যায় পেয়েছেন ৪৪,৬৪২ ভোট। (মোট ভোটের ৪৪.৯ শতাংশ) বিন্দু পেয়েছেন ৪১,০৪১ ভোট। বিএসপি-র গিরিশ চন্দ্র ৬,০৩৩, কংগ্রেস প্রার্থী শৈলেন্দ্র মানি ৩,৬০১ এবং আম আদমি পার্টির সর্বেশ কুমার ভার্মা পেয়েছেন ১,১৮০ ভোট।
উপাধ্যায় জানিয়েছেন, ভোটে জিতে অযোধ্যার বাসিন্দাদের প্রত্যাশা পূরণ ও সার্বিক উন্নয়ণই হবে তাঁর লক্ষ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement