এক্সপ্লোর
Advertisement
পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরলেও জিতবে বিজেপি, রাহুলকে কটাক্ষ করে দাবি আদিত্যনাথের
লখনউ: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভাল ফলে উচ্ছ্বসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, এই জয়ের কারণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক নীতি এবং দলীয় সভাপতি অমিত শাহের সাংগঠনিক দক্ষতা। সেই দিন দূরে নেই, যখন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিজেপি-রই সরকার থাকবে। পরপর নির্বাচনে হারের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করেছেন আদিত্যনাথ।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে বিজেপি-র সাফল্যের পর আজ লখনউয়ে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে আদিত্যনাথ বলেছেন, ‘স্বাধীনতার পর প্রথমবার উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলি মূলস্রোতে আসার সুযোগ পাবে এবং উন্নয়নের সুফল পাবেন। উত্তর-পূর্ব ভারতে বিজেপি-র দুর্দান্ত সাফল্য মানুষের উন্নয়নের আশা পূরণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক নীতি ও সুশাসন এবং দলীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বের ফলে কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেও পদ্ম ফুটবে।’
রাহুলকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেছেন, ‘রাহুল গাঁধী সভাপতি হওয়ার পর কংগ্রেস পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে হেরেছে। তিনি যখন সহ-সভাপতি ছিলেন, তখন ১০টি রাজ্যে হেরেছে কংগ্রেস। এটা বিজেপি-র পক্ষে খুশির বিষয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement