এক্সপ্লোর
অমিত শাহ নামার আগে বোমাতঙ্ক ছড়িয়ে হায়দরাবাদ বিমানবন্দরে গ্রেফতার ‘বিরহকাতর’, ‘নেশাগ্রস্ত’ যুবক
পুলিশের দাবি, পেশায় সেলস এক্সিকিউটিভ বিশ্বনাথন সিআইএসএফ ও পুলিশের কাছে গিয়ে জানায়, বোমা আছে, দুটি বিমান বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাবাহিনী তন্নতন্ন করে বোমার খোঁজ করে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। পরে সে জানায়, সে বিরহে কাতর, মদ খেয়েছে। মন ভাল নেই।

হায়দরাবাদ: দুটি চেন্নাইগামী বিমানে বোমা আছে বলে দাবি করে হায়দরাবাদ বিমানবন্দরে আতঙ্ক ছড়ানোয় গ্রেফতার যুবক। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সি বিশ্বনাথন নামে লোকটির দাবি মিথ্যা প্রমাণ হয় দুটি বিমানে তল্লাসির পর। সেকেন্দ্রাবাদের লোকটিকে হেফাজতে নেয় পুলিশ। এদিন রাজীব গাঁধী বিমানবন্দরে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে বিমানে বোমা রাখা আছে বলে দাবি করে ভয় ধরিয়ে দিয়েছিল সে। পুলিশের দাবি, পেশায় সেলস এক্সিকিউটিভ বিশ্বনাথন সিআইএসএফ ও পুলিশের কাছে গিয়ে জানায়, বোমা আছে, দুটি বিমান বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাবাহিনী তন্নতন্ন করে বোমার খোঁজ করে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। পরে সে জানায়, সে বিরহে কাতর, মদ খেয়েছে। মন ভাল নেই। তার চেন্নাইয়ের বিমান ধরার কথা ছিল বলে জানিয়েছে পুলিশ। বিশ্বনাথনের বিরুদ্ধে ‘অসামরিক উড়ানের নিরাপত্তা বিরোধী বেআইনি কাজ সংক্রান্ত আইনে’ মামলা দায়ের হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















