এক্সপ্লোর
Advertisement
নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ লোকসভায়, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অ-মুসলিম সংখ্যালঘুদের ভারত ছাড়া যাওয়ার কোনও জায়গা নেই, বললেন রাজনাথ
নয়াদিল্লি: পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে এদেশে আসা অ-মুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য আনা বিলটি লোকসভায় পাশ হল মঙ্গলবার। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বিলটি সংবিধানের ধারার বিরোধী নয়, তা ওই তিন প্রতিবেশী দেশে নির্যাতিত সংখ্যালঘুদের সহায় হবে। বর্তমানে তিনটি প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সিদের কোনও বৈধ নথি না থাকলে ভারতের নাগরিকত্ব পেতে গেলে এখন ১২ বছর কাটাতে হয়। নতুন বিল অনুসারে ৬ বছর ভারতে থাকা হয়ে গেলেই তারা নাগরিকত্ব পাবেন।
রাজনাথ সওয়াল করেন, প্রয়াত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সহ বহু নেতাই প্রতিবেশী দেশগুলিতে বিপন্ন সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার পক্ষপাতী ছিলেন। রাজনাথ বলেন, ওই সংখ্যালঘুদের ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ভারতের নেতারা প্রতিবেশী রাষ্ট্রগুলির নেতাদের সঙ্গে চুক্তি করলেও দুর্ভাগ্যজনক ভাবে তারা সুরক্ষা পাননি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও রাজ্যসভায় বিরোধী নেতা হিসাবে ভাষণ দেওয়ার সময় তত্তকালীন বিজেপি নেতৃত্বাধীন সরকারকে বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি আরও বেশি মানবিকতা দেখানোর কথা বলেছিলেন।
কিন্তু বিলে ধর্মীয় মাপকাঠিতে মানুষে মানুষে বিভাজন ঘটানো হবে, এই অভিযোগ উড়িয়ে রাজনাথ বলেন, যিনিই আইনের চোখকে বৈধ, যোগ্য হবেন, তিনিই নাগরিকত্ব পাবেন।
বিরোধী শিবির বিলের তীব্র বিরোধিতা করে। বলে, এটি বিভেদমূলক, ভুলে ভরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement