এক্সপ্লোর
৭৫ বছরের বৃদ্ধ খুন, গ্রেফতার প্রেমিকা ও তার শাগরেদ

লুধিয়ানা: ৭৫ বছরের এক বৃদ্ধকে খুনের ঘটনার কিণারা করল পুলিশ। এই ঘটনায় বৃদ্ধর প্রেমিকা ও তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লুধিয়ানার গত ৩ আগস্ট এক বৃদ্ধকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় অভিযুক্ত ৩৫ বছরের বলজিন্দার কউর ওরফে প্রীতি। সে হরদের সিহ নামে ওই বৃদ্ধকে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। অর্থের লোভেই এই খুন বলে জানিয়েছে পুলিশ। প্রীতি কবুল করেছে যে, হরদেবের সম্পত্তি হাতানোর জন্য তাঁকে বিয়ে করার ছক কষেছিল সে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধকে হত্যার পর তাঁ বাড়ি থেকে ২ লক্ষ টাকা নগদ, গয়নাগাঁটি ও একটি বাইক নিয়ে চম্পট দেয় প্রীতি ও তার ২৫ বছরের শাগরেদ গুরজন্ত সিংহ। সাহনেওয়াল থানার এসএইচও ইন্সপেক্টর সুরিন্দর সিংহ জানিয়েছেন, অভিযুক্ত মহিলা ও তার শাগরেদের ছবি সিসিটিভিতে ধরা পড়েছিল। তদন্তে জানা গেছে, বিবাহ-বিচ্ছিন্না ওই মহিলার সঙ্গে মৃতের সম্পর্ক গড়ে উঠেছিল। হরদীপকে বিয়ের জন্য চাপও দিত প্রীতি। কিন্তু হরদীপ বিয়ে করতে অস্বীকার করায় তাকে খুন করে টাকা ও গয়না লুঠের ছক কষে প্রীতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















