ক্ষমতা দখলের লড়াইয়ের মধ্যে ভিন্ন চিত্র, পাঁচতারা হোটেলে ‘না’, কৃষক-সমস্যা নিয়ে আন্দোলনে মহারাষ্ট্রের সিপিএম বিধায়ক, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
মহারাষ্ট্রে ক্ষমতা দখল নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মাঝে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। প্রধান রাজনৈতিক দলগুলির নবনির্বাচিত বিধায়করা যখন সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক লড়াইয়ের দিকে তাকিয়ে, তখন রাজ্যের একমাত্র সিপিএম বিধায়ক বিনোদ নিকোলেকে দেখা গেল দাহানু এআইকেএস-রএকটি জনসভায় বক্তৃতা দিতে।
এই ছবি ট্যুইটারে ছড়িয়ে পড়ে এবং ক্ষমতার লড়াইয়ে লিপ্ত না হয়ে কৃষকদের সমস্যার বিষয় তুলে ধরা এবং ঠানে ও পালঘরের গ্রামগুলিতে সফরের জন্য নিকোলের প্রশংসা করেন।AIKS Rally Across Collectorate Office in Maharashtra CPI(M) MLA Com Vinod Nikole addressing the massive rasta roko outside the Dahanu SDO office today organised by the CPI(M) and @KisanSabha along with AIKS National President, Dr. Ashok Dhawale and State VP, Com. Barkya Mangat. pic.twitter.com/F5novrrk8e
— CPIM Maharashtra (@mahacpimspeak) November 25, 2019
Parking spots during #MaharashtraCrisis
Congress : JW Marriott hotel in Juhu area. NCP : The Renaissance hotel in Powai. Shiv Sena : The Lalit hotel, Mumbai. And, Vinod Nikole (CPIM) : Not afraid of saffron political poachers, at his Dahanu constituency. — V P Sanu (@VP_Sanu) November 25, 2019
When every elected MLA in Maharashtra is sleeping in a resort,only one among those 288 is sleeping at home. Away from all those muddy power politics is comrade Vinod Nikole, the CPIM MLA.There is something called “credibility” #MaharashtraPolitics pic.twitter.com/PmohEVHBom
— Comrade from Kerala (@ComradeMallu) November 24, 2019
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ তে সিপিএমে যোগ দেওয়ার আগে নিকোলে দাহানুতে বড়া পাও বিক্রি করতেন। তাঁর ঘোষিত সম্পত্তির মূল্য ৫১ হাজার টাকা। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কংগ্রেস-শিবসেনা ও এনসিপি তিনদলই নিকোলেকে তাদের বিধায়কদের সঙ্গে পাঁচতারা হোটেলে থাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নিকোলে ও তাঁর সহকর্মীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এর পরিবর্তে তিনি কিষাণ সভার সঙ্গে কৃষকদের সমস্যাগুলি তুলে ধরতে মহারাষ্ট্রের গ্রামে গ্রামে সভা-মিছিল আয়োজনের কাজে নেমে পড়েন।Vinod Nikole MLA from Dahanu is already busy with farmer's issues. We need more such ideologically driven leaders, from socially & economically progressive parties, who are committed to the people & their livelihood issues. #MaharashtraCrisis #MaharashtraPoliticalDrama pic.twitter.com/Ae0fY5lPcn
— pratheesh (@pratheesh) November 25, 2019