এক্সপ্লোর
নীরবের সংস্থা অধিগৃহীত জমি 'ফের দখল' মহারাষ্ট্রের চাষিদের

মুম্বই: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদী মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় তাদের জমি চলতি বাজার দরের চেয়ে কম দামে অন্যায়ভাবে কব্জা করেছেন বলে অভিযোগ তুলে শনিবার সেই জমির ওপর নিজেদের মালিকানা দাবি করলেন স্থানীয় একদল চাষি। শনিবার দুশোর বেশি চাষি গরুর গাড়ি চেপে কারজাত তহসিলের ওই জমিতে আসেন, সেখানকার কিছুটা অংশে ট্রাক্টর চালিয়ে প্রতীকী অর্থে নিজেদের মালিকানা প্রতিষ্ঠা করেন। ১২৫ একর অধিগৃহীত জমিতে শীঘ্রই চাষআবাদ শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। ১১৪০০ কোটি টাকা পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী প্রতারণা সামনে আসার আগেই দেশ ছেড়ে চলে গিয়েছেন। ক্ষুব্ধ চাষিদের দাবি, নীরবের ফায়ারস্টার কোম্পানির পক্ষ থেকে কয়েক বছর আগে ওই জমি অধিগ্রহণ করা হয়। এক কৃষক আন্দোলনকর্মী জানান, নীরবের বিরুদ্ধে তদন্তের অঙ্গ হিসাবে তাঁর যেসব সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে জমিটি রয়েছে। প্রতিবাদী চাষিদের হাতে ছিল তেরঙ্গা পতাকা, শিবাজী ও বি আর অম্বেডকরের ছবি। কালি আই মুক্তি সংগঠন নামে স্থানীয় কৃষক সংগঠনের তরফে ওই কর্মসূচি পালিত হয়। তাতে সামিল হওয়া পেশায় আইনজীবী ও স্থানীয় সমাজকর্মী করভারি গাওলির দাবি, ওই জমির বর্তমান সরকারি ক্ষতিপূরণের দর একরপিছু ২০ লক্ষ টাকা, আর চাষিদের কাছ থেকে তা অধিগ্রহণ করা হয়েছিল প্রতি একর মাত্র ১৫ হাজার টাকায়! ওই জমির ওপর কৃষকদের মালিকানা দাবি ঘিরে অবশ্য কোনও অশান্তি হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















