এক্সপ্লোর
তিন মাসে তিন জনকে বিয়ের পর সব হাতিয়ে চম্পট 'নববধূর'!
আর্থিক অনটনের জেরে বিপথগামী হয়ে গত ৩ মাসে ৩ জনকে ঠকানো। তিনজন ভিন্ন পুরুষকে বিয়ে করে তাদের সম্পত্তি হাতিয়ে পালিয়েছিল অভিযুক্ত বিজয় অমরুতে। যদিও হয়নি শেষরক্ষা।
![তিন মাসে তিন জনকে বিয়ের পর সব হাতিয়ে চম্পট 'নববধূর'! Maharashtra woman marries 3 men in 3 months, flees with their valuables তিন মাসে তিন জনকে বিয়ের পর সব হাতিয়ে চম্পট 'নববধূর'!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/04132508/new-bride.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ঠিক যেন সিনেমার চলচ্চিত্র। একের পর এক বিয়ে। তারপর দিনকয়েকের মধ্যেই তারা কিছু বুঝে ওঠার আগেই সব হাতিয়ে চম্পট।
আর্থিক অনটনের জেরে বিপথগামী হয়ে গত ৩ মাসে ৩ জনকে ঠকানো। তিনজন ভিন্ন পুরুষকে বিয়ে করে তাদের সম্পত্তি হাতিয়ে পালিয়েছিল অভিযুক্ত বিজয় অমরুতে। যদিও হয়নি শেষরক্ষা। পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে অভিযুক্ত। ঘটনা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের।
পুলিশ জানতে পেরেছে বছর সাতাশের বিজয়ের রয়েছে এক পুত্রও। লকডাউনের মাঝে তিনি ও তাঁর আসল স্বামী দুজনেই হারিয়েছিলেন কাজ। যার পরই শুরু হওয়া প্রবল আর্থিক সমস্যা কাটাতে প্রতারক এক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন অভিযুক্ত।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত তিন মাসে তিনজনের সঙ্গে বিয়ের অভিনয় করেন তিনি। তারপরই সব হাতিয়ে চম্পট। বিয়ের দিন পনেরোর মধ্যেই বাড়ির সব গয়না, টাকা পয়সা এভাবে হাতিয়ে নববধূ পালানোর পরই গোটা বিষয়টা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান নাসিকের যোগেশ সিরসাথ।
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে খোঁজ শুরুর পর যোগেশ জানতে পারেন সন্দীপ দারাদে বলে একজনের সঙ্গে কিছুদিন আগেই বিয়ের পর ঠিক একইভাবে পালিয়েছিলেন অভিযুক্ত। যেটা জেনে বিষয়টা পুলিশের নজরে আনতে দেরী করেননি যোগেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)