এক্সপ্লোর
Advertisement
ওড়িষার সরকারি স্কুলে গাঁধীমূর্তি ভাঙচুর, তাঁর নামাঙ্কিত কক্ষে সিগারেটের টুকরো, মদের বোতল!
তিনি বলেন, স্কুল চত্বরে লাগানো কয়েকটি গাছ উপড়ে ফেলা হয়েছে দেখে রবিবার স্কুলের ভিতরে ঢোকে কিছু স্থানীয় বাসিন্দারা। তখনই গোটা বিষয়টি নজরে পড়ে তাদের। তারা দেখে, ঘরের দরজা খোলা, মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে মহাত্মা মূর্তির মাথাটি।
বালাসোর (ওড়িষা): সরকারি স্কুলে মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙচুর। ওড়িষার বালাসোরের শোভারামপুরের এক সরকার পরিচালিত স্কুলের ভিতরে মহাত্মার প্রতিকৃতি ভাঙা হয়েছে বলে অভিযোগ। স্কুলে জাতির জনকের প্রতি শ্রদ্ধাস্বরূপ তৈরি ‘বাপুজি কক্ষ’ নামাঙ্কিত ঘরেও তাণ্ডব চলেছে, সেখানে পোড়া সিগারেটের টুকরো, খালি মদের বোতলও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার। তিনি বলেন, স্কুল চত্বরে লাগানো কয়েকটি গাছ উপড়ে ফেলা হয়েছে দেখে রবিবার স্কুলের ভিতরে ঢোকে কিছু স্থানীয় বাসিন্দারা। তখনই গোটা বিষয়টি নজরে পড়ে তাদের। তারা দেখে, ঘরের দরজা খোলা, মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে মহাত্মা মূর্তির মাথাটি।
স্থানীয় থানার ইনচার্জ শুভ্রাংশশেখর নায়েক বলেন, আপার প্রাইমারি স্কুলটি গরমের ছুটি উপলক্ষ্যে বন্ধ ছিল। সম্ভবত ১৪ জুন ঘটনাটি ঘটেছে, এর পিছনে কিছু সমাজবিরোধীর হাত থাকতে পারে বলে সন্দেহ তাঁদের।
তবে এর সঙ্গে রাজনীতির যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান পুলিশকর্তাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement