এক্সপ্লোর
জরুরি অবস্থার বিরোধিতার জের? ভারতের নৌ মহড়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান মালদ্বীপের
নয়াদিল্লি: ৬ মার্চ থেকে আটদিনের বিরাট নৌ মহড়ায় সামিল হওয়ার জন্য ভারতের প্রস্তাব খারিজ করল মালদ্বীপ। ভারতীয় নৌ প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা সাংবাদিকদের বলেন, মালদ্বীপকে 'মিলন' অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু ওরা রাজি হয়নি, কোনও কারণও দেখায়নি। যদিও মালদ্বীপের বর্তমান ঘরোয়া পরিস্থিতির জেরেই দ্বীপরাষ্ট্রটি ভারতের ডাকে সাড়া দিল না বলে মনে করছেন তিনি। ভারত, মালদ্বীপের সম্পর্কে টানাপড়েন চলছে কিছুদিন ধরে। মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন সেদেশে গত ৫ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেন। দেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত বিচারে দোষী সাব্যস্ত বিরোধী নেতাদের ছেড়ে দিতে বলার পরই ইয়ামিনের এই পদক্ষেপের মেয়াদ এক মাস বাড়ানো হয়। ভারত তার তীব্র বিরোধিতা করে। সেজন্যই মালদ্বীপ নৌ মহড়ায় যোগ দিতে রাজি হল না বলে মনে করা হচ্ছিল। অন্তত ১৬টি দেশকে নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ওই নৌ মহড়ায় আয়োজন করছে ভারত। ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের ক্রমবর্ধমান সামরিক সাজসজ্জার প্রেক্ষাপটেই হচ্ছে ওই মহড়া। সরকারি কর্তারা বলছেন, দক্ষিণ চিন সমুদ্রে চিনের সামরিক তত্পরতা নিয়েও মহড়ায় যোগদানকারী নৌ প্রধানদের মধ্যে কথা হতে পারে। এক ভারতীয় নৌ অফিসার বলেছেন, ২০০৮ থেকে ওখানে চিনা নৌবাহিনীর জাহাজ রয়েছে। যে কোনও সময় ৬ থেকে ৮টি জাহাজ টহল দিচ্ছে। আমরা সেগুলির ওপর নজর রাখছি। তবে এই জাহাজ মোতায়েন থাকা ভারত মহাসাগরে স্বাভাবিক ব্যাপার। উদ্বেগের বিষয় নয়। আমরা দেখেছি, গত কয়েক বছরে কোনও পরিবর্তন হয়নি। কী ঘটছে, সে ব্যাপারে আমরা পুরোপুরি অবহিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















