এক্সপ্লোর
Advertisement
অহেতুক হইচই! ভারতীয় মিডিয়াকে ট্যুইটে কটাক্ষ মাল্যর
নয়াদিল্লি: লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার হওয়ার খবর ফলাও করে প্রচার হওয়া নিয়ে ভারতীয় মিডিয়াকে বিদ্রূপ বিজয় মাল্যের। নিজের বসে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের জন্য ৯ হাজার কোটি টাকা ব্যাঙ্কঋণ নিয়ে শোধ না করেই গত বছরের ২ মার্চ দেশ ছেড়ে লন্ডনে চলে যান তিনি। সেখানেই রয়েছেন বহাল তবিয়তে। বারবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
Usual Indian media hype. Extradition hearing in Court started today as expected.
— Vijay Mallya (@TheVijayMallya) April 18, 2017
তার মধ্যেই এদিন সকালে ঘোষিত অপরাধী তকমা পাওয়া মাল্য মধ্য লন্ডনের এক থানায় গেলে গ্রেফতার করা হয় তাঁকে। সে খবরে শোরগোল ছড়ায়। কিন্তু বিলাসী জীবনযাপনে অভ্যস্ত মাল্য এর আগে যেমন তাঁর নামে পরোয়ানা বেরলেও কার্যত কোনও তোয়াক্কাই করেননি, তেমনই আজও বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি তাঁকে। সাহারা ফোর্স ইন্ডিয়া ফর্মূলা ওয়ানের সহ মালিক ৬১ বছর বয়সি লিকার ব্যারন বাহরিনে টিমের অনুশীলন নিয়ে একগুচ্ছ রিট্যুইটের মধ্যে শুধু একটি ট্যুইটে গ্রেফতারির প্রসঙ্গ ছুঁয়ে যান মাত্র। লেখেন, ভারতীয় মিডিয়ার হইচই, সাধারণত যেমনটা করে থাকে আর কী। প্রত্যাশামতো কোর্টে প্রত্যর্পণ শুনানি শুরু হয়েছে আজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement