এক্সপ্লোর
মমতা ‘রাক্ষসী’, বাংলাকে ধ্বংস করেছেন, ঝাঁসির রানি হতে পারেন না, তোপ গিরিরাজের
![মমতা ‘রাক্ষসী’, বাংলাকে ধ্বংস করেছেন, ঝাঁসির রানি হতে পারেন না, তোপ গিরিরাজের Mamata is a 'demoness', can't be Jhansi ki Rani: Giriraj Singh মমতা ‘রাক্ষসী’, বাংলাকে ধ্বংস করেছেন, ঝাঁসির রানি হতে পারেন না, তোপ গিরিরাজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/21201820/bjp_leader_giriraj-story_647_022116121538_042116110913-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাক্ষসী’ বললেন, তিনি পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। মমতা সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদির প্রশংসাসূচক মন্তব্যের জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন গিরিরাজ।
গতকাল মমতাকে ‘আজকের ঝাঁসির রানি’ বলেন দীনেশ। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দেন, মানুষ তৃণমূল নেত্রীর সঙ্গে আছেন, তাঁকে ‘আক্রমণ’ করে দমানো যাবে না। দীনেশ বলেন, সম্প্রতি মনিকর্নিকা নামে একটি ছবি রিলিজ হয়েছে, যা আমাদের ঝাঁসির রানিকে মনে পড়িয়ে দেয়। রানি ঝাঁসি কে ছিলেন? এক সামান্য মহিলা, যাঁকে ঝাঁসি রক্ষায় মানুষ বেছে নিয়েছিল। বাংলায়ও একজন ঝাঁসির রানি আছেন যাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, মাথা কাটা গেলেও মানতে প্রস্তুত, কিন্তু চাপের কাছে মাথা নোয়াব না। উনিই আজকের ঝাঁসির রানি, যিনি রানি নন, একজন সাধারণ মহিলা।
পাল্টা গিরিরাজ বলেন, তাঁর সঙ্গে মমতার তুলনা ঝাঁসির রানির মতো এক সাহসী মহিলারই অপমান। যিনি তাঁর বিরুদ্ধে কেউ কথা বললেই তাঁকে শেষ করে দিতে পারেন, তিনি ঝাঁসির রানি বা পদ্মাবত হতে পারেন না। উনি বাংলাকে ধ্বংস করেছেন। মমতার এই ধরনের মহিলাদের সমকক্ষ হওয়ার শক্তি নেই বলে দাবি করে গিরিরাজ বলেন, উনি পুতনা! এছাড়াও গিরিরাজ বলেন, যিনি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন করেন, ভারত ভাঙার কথা বলেন, হিন্দুদের বাধা দেন, তাঁকে ঝাঁসির রানি বলা যায় না, যিনি দেশকে ঐক্যবদ্ধ করার সংগ্রাম চালিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)