এক্সপ্লোর
গার্লফ্রেন্ডের জন্মদিনের পার্টির খরচ তুলতে বন্দুক ঠেকিয়ে লুঠ ট্যাক্সি চালককে, গ্রেফতার ৩

নয়াদিল্লি: প্রেমিকার জন্মদিন পালন করতে বন্ধুদের সঙ্গে মিলে ডাকাতি করল প্রেমিক। ক্যাব ড্রাইভারকে বন্দুক দেখিয়ে যশবীর সিং ও তার দুই বন্ধু গুরপ্রিত, আকাশ ডাকাতি করে ও ট্যাক্সি চুরির চেষ্টা করে। সোমবার পুলিশ তাদের দ্বারকার বিনাপুর এলাকা থেকে আটক করে। পুলিশ সূত্রে খবর, একটি ক্যাব পরিসেবা সংস্থায় কাজ করতো যশবীর সিং। কিন্তু তার খারাপ ব্যাবহার ও যাত্রীদের থেকে তার সম্পর্কে অভিযোগ পেয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় ওই সংস্থা। মার্চের ৩০ তারিখ, নিজের প্রেমিকার জন্মদিন উৎযাপনের পরিকল্পনা করে যশবীর। কিন্তু পর্যাপ্ত টাকা জোগাড় না হওয়ায় বন্ধুদের সঙ্গে গাড়ি চুরির পরিকল্পনা করে সে। যে সংস্থায় যশবীর কাজ করতো, সেই সংস্থারই গাড়ি চুরি করে সংস্থাকে “উচিত শিক্ষা” দিতে চায় যশবীর। একটি পুরনো সিম ব্যাবহার করে রাত ২টোর সময় একটি ক্যাব বুক করে। গাড়ি এসে পৌঁছালে ৪ জন বন্ধু চেপে বসে গাড়িতে। কিছুটা দূরে গিয়ে ড্রাইভারকে বন্দুক দেখিয়ে তার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় গুরপ্রিত। কিন্তু গাড়ির চাবি ভেঙ্গে যাওয়ায় গাড়ি চুরি করতে পারে না তারা। ড্রাইভারের কাছে থাকা ব্লু-টুথ, মোবাইল ও তিনি হাজার টাকা কেড়ে নেয় তারা। সেদিন রাতে ওই টাকা দিয়ে প্রেমিকার জন্মদিন উৎযাপন করে তারা। অভিযুক্তদের মধ্যে গুরপ্রিত আগেই খুনের মামলায় অভিযুক্ত হয়ে বেশ কয়েকমাস জেল খেটেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















