এক্সপ্লোর
মনের আনন্দে খেলছিল দুই মেয়ে, রাগে গরম লোহার রডের ছ্যাঁকা বাবার!

যোধপুর: নিশা (১৩), উর্মিলা (১১), দুই বোন খেলছিল পাড়ার অন্য মেয়েদের সঙ্গে। বাড়ির কাছে একটি মৌচাক ভাঙার চেষ্টা করছিল তারা। রাগে মেয়েদের বাড়িতে টেনে নিয়ে এসে বেধড়ক মারতে শুরু করে বাবা। শুধু মেরেই থামেনি বাবা, তারপর তাদের দুজনের গায়ে গরম লোহার রডের ছ্যাঁকাও দিয়ে দেয়। এরপর মেয়ে দুটি যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনও প্রয়োজনই মনে করেনি পাপ্পুলাল নামের সেই ব্যক্তি। পরেরদিন সকালে দুই মেয়েকে ঘরে বন্ধ করে রেখে বেরিয়ে যায় বাবা-মা। তারপর ঘরের ভেতর থেকে মেয়ে দুটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মেয়ে দুটিকে বের করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পাপ্পুলালকে গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















