এক্সপ্লোর
প্রধানমন্ত্রীর প্রধান সচিবের ভুয়ো পরিচয় দিয়ে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসেবে পরিচয় দেওয়ায় গ্রেফতার হলেন এক ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক। তাঁর নাম অতুল কালসি। গুরুগ্রামের ডিভিশনাল কমিশনার ডি সুরেশের দফতরে গিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে পরিচয় দেন অতুল। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই অতুলের মিথ্যা ধরা পড়ে। নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। গুরুগ্রাম পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্র কুমার বলেছেন, অতুল মার্কিন নাগরিক হলেও, তাঁর কাছ থেকে গুরুগ্রামের ভোটার আইডি পাওয়া গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুরুগ্রামের আদালত অতুলের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার






















