এক্সপ্লোর
Advertisement
রমজানে 'আল্লাহকে তুষ্ট করতে' মেয়েকে খুন! গ্রেফতার বাবা
যোধপুর: পবিত্র রমজান মাসে নিজের চার বছরের মেয়েকে খুন করে বাবার দাবি, 'আল্লাহকে খুশি করতে' সে এ কাজ করেছে! ভয়াবহ ঘটনাটি রাজস্থানের পিপারসিটি এলাকার। মেয়েকে খুনের কথা কবুল করে গ্রেফতার নবাব আলি নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে নবাবের বড় মেয়ে রিজওয়ানাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায় তাদের বাড়িতে। পুলিশ সুপার (যোধপুর গ্রামীণ) রাজন দুশ্যন্ত এ কথা জানিয়েছেন।
তদন্তে গঠিত হয়েছে ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। দুশ্যন্ত জানান, নবাবের বাড়ি ভিতর থেকে তালাবন্ধ থাকায় তার দিকেই সন্দেহের আঙুল ওঠে। জেরায় নবাব বলেছে, রমজানে আল্লাহর আশীর্বাদ পেতেই সে খুন করেছে মেয়েকে।
বৃহস্পতিবার রাতে বাড়ির ছাদে একসঙ্গেই শুয়েছিল নবাব, তার স্ত্রী, তাদের দুই মেয়ে। সকালে রিজওয়ানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে বাড়ির নীচের তলায় রিজওয়ানার দেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
নবাব পরিবারকে বোঝানোর চেষ্টা করে, হয়তো বিড়ালের কামড়ে মারা গিয়েছে রিজওয়ানা।
পুলিশের বক্তব্য, মেয়েকে খুনের আগে বাজারে নিয়ে গিয়ে মিষ্টি, খেলনা কিনে দিয়ে নবাব তাকে বলেছিল, তাকে সে খুব ভালবাসে। রাতে বাকিরা ঘুমিয়ে পড়ার পর রিজওয়ানাকে নীচের তলায় নিয়ে গিয়ে কোলে বসিয়ে কোরান পড়ে, তারপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর ওপরে উঠে বাকিদের পাশে শুয়ে পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement