এক্সপ্লোর
Advertisement
'রাজপুত হয়েও' পদ্মাবত দেখার ইচ্ছা জানানোয় মার, গুজরাতে গ্রেফতার ২
নয়াদিল্লি: 'রাজপুত হয়েও' পদ্মাবত দেখার ইচ্ছা প্রকাশ করে গুজরাতের আঙ্কেলেশ্বরে মার খেলেন এক ব্যক্তি। গত ২৪ জানুয়ারি আঙ্কেলেশ্বর গিয়েছিলেন ভদোদরার বাসিন্দা উপেন্দ্রসিং যাদব নামে লোকটি। তাঁর অভিযোগ, সেখানে একটি হোটেলে ভদোদরায় বন্ধুর সঙ্গে তিনি কথা বলছিলেন ফোনে। পদ্মাবত-এর মুক্তির আগে ভদোদরায় কী পরিস্থিতি জানতে চাওয়ার পাশাপাশি তিনি সেই বন্ধুকে বলেন, গুজরাতে যেহেতু ছবিটা মুক্তিই পাচ্ছে না, তিনি তাই মুম্বইয়ে গিয়ে পদ্মাবত দেখার কথা ভাবছেন। তাঁকে এ কথা বলতে শুনে দুজন লোক তাঁকে মারধর করে। তারা বলে, করনি সেনা ছবিটা বয়কটের ডাক দিয়েছে। তারপরও রাজপুত হয়ে ছবিটা দেখার সাহস তাঁর কী করে হয়!
উপেন্দ্রসিং পুলিশকে বলেন, তারা মারধরের ভিডিও করে, লিখিত ভাবে ক্ষমা চাইতে বাধ্য করে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রবল বিড়ম্বনায় পড়ে তিনি পুলিশকে ঘটনাটি জানানোর সিদ্ধান্ত নেন।
তাঁর অভিযোগের ভিত্তিতে ভার্গভসিং পাধিয়ার ও রঞ্জিত ফুভাদ নামে ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আঙ্কেলেশ্বর থানার পুলিশ অফিসার বলেন, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (নিগ্রহ) ও ৩৪২ (অন্যায় ভাবে আটকে রাখা) ধারায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির তৈরি ছবিটি ইতিহাস বিকৃতির অভিযোগে নানা রাজপুত গোষ্ঠীর তুমুল বিরোধিতার মুখে পড়েছে। নানা কাটছাঁট করে, নাম বদলে ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পায়। তবে গুজরাতের হল মালিকরা হামলা, ভাঙচুরের আশঙ্কায় ছবিটি দেখানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement