এক্সপ্লোর
বাড়িতে পাকিস্তানের পতাকা তুলে আটক

জয়পুর: গতকাল থেকেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উত্সবের মেজাজ সারা দেশে। তার মধ্যেই মানসরোবর এলাকায় নিজের বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা উড়িয়ে দেশের মুখে চুনকালি দিয়ে আটক কপিল শাস্ত্রী নামে এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পতাকাটি বাজেয়াপ্ত করে পুলিশ। কপিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ (ধর্ম, জাত, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শক্রতা ছড়ানো) ও ২৯৫ (ধর্মের অবমাননা) ধারায় মামলা রুজু করা হয়েছে। মানসরোবর থানার এসএইচও অনিল জইমিনি বলেছেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত মানসিক ভাবে সুস্থ নয় বলে জানা গিয়েছে। কয়েক বছর আগে এলাকার বস্তি থেকে পতাকাটি কুডিয়ে বাড়ি নিয়ে এসেছিল সে। তার ঠাকুর্দা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আগামীকাল কপিলের শারীরিক পরীক্ষা হবে বলে জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















