এক্সপ্লোর
Advertisement
ঝগড়া করে স্ত্রী বাড়ি ছেড়ে বেরনোর পর ৩ বছরের মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত বাবা গ্রেফতার
গুরগাঁও: তিন বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গুরগাঁও থেকে গ্রেফতার বাবা। গত ২৮ অক্টোবর রাতে অভিযুক্তের স্ত্রী তার সঙ্গে ঝগড়াঝাঁটি করে এক বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়ের কাছে চলে যান, বড় মেয়েকে একলা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সামশের সিংহ। তিনি এও জানান, পরদিন সকাল ১০টা নাগাদ স্ত্রী বাড়ি ফিরে দেখেন, মেয়ে অচেতন হয়ে পড়ে রয়েছে, রক্ত লেগে আছে বিছানার চাদরে। অভিযুক্ত বাড়ি ছেড়ে পালায়। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ।
এসিপি বলেন, মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা মেডিকেল পরীক্ষার পর ধর্ষণ হয়েছে বলে নিশ্চিত করেন। সঙ্কটজনক হয়ে পড়ায় মেয়েটিকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়।
শুক্রবার সকালে গ্রেফতার হয় অভিযুক্ত বাবা। তাকে শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন পকসো ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযুক্ত করা হয়েছে। সে উত্তরপ্রদেশের কাসগঞ্জের বাসিন্দা বলে জানান পুলিশকর্তাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement