এক্সপ্লোর
পণের জন্য সেলফি তোলার ছলে খালে ধাক্কা স্বামীর, মৃত স্ত্রী!

মিরাট: পণের দাবি না মেটায় সেলফি তোলার ছলে স্ত্রীকে খালে ঠেলে ফেলে দিল স্বামী! সারদানা এলাকায় আয়েশা নামে মহিলাকে গতকাল খালে ঠেলে ফেলে দেয় তার স্বামী আফতাব। ডুবে মারা যায় আয়েশা। পুলিশ জানিয়েছে, তাদের বিভ্রান্ত করতে গল্প ফেঁদে আফতাব ঘটনার পর নিজের আট মাসের সন্তানকে নিয়ে সারদানা থানায় গিয়ে জানায়, পাঁচ দুষ্কৃতী তাদের ওপর ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা করেছে। আয়েশা বাধা দিলে তাকে ধাক্কা মেরে খালে ফেলে দিয়েছে তারা। কিন্তু পুলিশ খাল থেকে আয়েশার দেহ তুলে তদন্ত শুরু করে আফতাবের বয়ানের সঙ্গে অসঙ্গতি দেখতে পায়। তাকে হেফাজতে নিয়ে জেরা শুরু হয়। চাপের মুখে অপরাধ কবুল করে আফতাব জানায়, সে-ই সেলফি তোলার নাম করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে স্ত্রীকে। আফতাব গ্রেফতার হয়েছে। পণের জন্য হত্যার মামলা রুজু করা হয়েছে আফতাব, তার ভাই শেহজাদের বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















