এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের বাসিন্দা ৩০০ মিটার যাওয়ার জন্যে ওলা ভাড়া নিয়েছিলেন, বিল হল ১৪৯ কোটি
মুম্বই: মু্ম্বইয়ের বাসিন্দা সুশীল নার্সিয়ান, তিনশো মিটার যাওয়ার জন্যে ওলা ভাড়া নিয়েছিলেন। আর তাঁর এই সামান্য দূরত্বের রাইডের ভাড়া চাওয়া হল ১৪৯ কোটি। এই ঘটনায় তাজ্জব সুশীল, ওলার বিলের একটি কপি নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইটও করে দেন।
প্রসঙ্গত, যেহেতু ঘটনার কথা সুশীল পয়লা এপ্রিল পোস্ট করেছিলেন, তাই অনেকেই ভেবেছিলেন এপ্রিল ফুল করা হচ্ছে। কিন্তু পরে জানা যায় এই ঘটনাটি সত্যিই ঘটেছে। এরপরই ওলা ক্যাবের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন সুশীল। তাঁকে সেখানকার কর্মীরা তাঁর ওই রাইডের বুকিং আইডি ম্যাসেজ করতে বলেন এবং বিষয়টি দেখার আশ্বাস দেন। পরে এবিষয়ে ওলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁদের থেকে এসম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের দাবি, এধরনের অস্বাভাবিক বিলিং সাধারণত প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়। তবে পরে ওলার পক্ষ থেকে ওই রাইডের জন্যে সুশীলের থেকে ১২৭ টাকা নেওয়া হয়। আর সমস্ত টাকাই ফেরত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।Mumbaikar Sushil Narsian Takes #Olacabs On April 1, Gets Bill Of Rs 149 Crore And It's Not A Joke Or Prank. #Ola pic.twitter.com/9ziuE68oPB
— Sir Ravindra Jadeja (@SirJadeja) April 5, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement