বই কেনার জন্য এক হাজার টাকা চাইল ছেলেমেয়েরা, কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা মদ্যপ বাবার
বই কিনতে বাবার কাছে টাকা চেয়ে জীবনসঙ্কটে সন্তানদ্বয়!
নাসিক: বই কিনতে বাবার কাছে টাকা চেয়ে জীবনসঙ্কটে সন্তানদ্বয়! পড়াশুনার জন্যই বাবার কাছে এক হাজার টাকা চেয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী নিকিতা। সঙ্গে ছিল নবম শ্রেণিতে পঠনরত নিকিতার ভাই ঋষিকেশও। মদ্যপ বাবা টাকা তো দেয়ইনি, উল্টে দুই সন্তানকে মারধর করে কীটনাশক খেতে বাধ্য করে। ঘটনা নাসিকের শিন্দেগাওঁয়ের। অভিযুক্ত পনধারিনাথ বোরাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁরই মেয়ে নিকিতা। তবে এখনও পনধারিনাথকে গ্রেফতার করা হয়নি।
নাসিক রোড থানার এক আধিকারিক জানিয়েছেন, “রবিবার বই কেনার জন্য এক হাজার টাকা চেয়েছিল তাঁর দুই সন্তান। সেই সময় তিনি মদ্যপ ছিলেন এবং সেই অবস্থায়ই ছেলেমেয়েদের মারধর করেন ও নিকিতা এবং ঋষিকেশকে জোর করে কীটনাশক খেতে বাধ্য করেন। পরিবারের সদস্যরাই পরে নিকিতা ও ঋষিকেশকে হাসপাতালে ভর্তি করে। এখন তারা সুস্থ। বোরাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছে নিকিতা। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।”