এক্সপ্লোর
বিমান ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে বন্ধুর সঙ্গে আটক মিউজিক চ্যানেলের অ্যাঙ্কর
কোচি: সোশ্যাল মিডিয়ায় আপডেটের ‘নেশা’য় বন্ধুদের সঙ্গে ঠাট্টা করতে গিয়ে বিভ্রাট কোচিন বিমানবন্দরে। ছিনতাই ও বোমার ভয় দেখিয়ে মুম্বইগামী জেটএয়ারওয়েজের বিমান থেকে এক বন্ধু সহ পুলিশ হেফাজতে একটি মিউজিক চ্যানেলের অ্যাঙ্কর। এই ঘটনার জেরে বিমানটির ছাড়তে দুই ঘন্টা দেরী হয়।
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, মোবাইল ফোনে জেটের বিমানের ভিডিও তোলা এবং ‘হ্যাপি বোমা’ ব্যবহার করে সে বিমানটি ছিনতাই করতে চলেছে বলে মেসেজ লেখায় ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আদতে ত্রিসূর জেলার বাসিন্দা ক্লিন্সে ভার্গিস নামে বছর ২৬-এর ওই যুবক মুম্বইয়ের একটি জনপ্রিয় মিউজিক চ্যানেলের অ্যাঙ্কর। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ও তাঁর ২৭ বছরের বন্ধুকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, বিমানে ওঠার জন্য সিঁড়ির কাছে পৌঁছোনোর পর ভিডিও তুলে ভার্গিস মেসেজ লিখছিলেন। তাঁর বন্ধু আগেই বিমানে উঠে পড়েছিলেন। বন্ধুকেও ওই মেসেজ সম্পর্কে জানান ভার্গিস। তাঁর কাজকর্মে সন্দিগ্ধ হয়ে নিরাপত্তা কর্মীরা ভার্গিসকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
ভার্গিসের মুখে ‘হ্যাপি বোমা’-র কথা শুনে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা সিআইএসএফ-কে খবর দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভার্গিস দাবি করেছেন, মুম্বইয়ের এক বন্ধুর সঙ্গে ফেসবুকে চ্যাট করতে নিয়ে নিজের খুশির কথা জানাচ্ছিলেন তিনি।
ভার্গিসের বন্ধুকেও ওই বিমানে চড়তে দেওয়া হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ভার্গিস আপডেট ম্যানিয়াক। ফেসবুকে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement