এক্সপ্লোর
মন্দসৌর: বিজেপি বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়, পরে ক্ষমাপ্রার্থনা, দ্রুত বিচারের দাবি রাহুলের
ইনদওর: মধ্যপ্রদেশের মন্দসৌরে স্কুল থেকে ফেরার পথে এক সাত বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং নৃশংস অত্যাচারের ঘটনা নিয়ে যখন দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে, তখনই লজ্জাজনক মন্তব্য করলেন স্থানীয় বিজেপি বিধায়ক সুদর্শন গুপ্ত। বিজেপি সাংসদ সুধীর গুপ্ত ইনদওরের হাসপাতালে মেয়েটিকে দেখতে যান। তাঁর সঙ্গে ছিলেন সুদর্শনও। তিনি মেয়েটির বাবা-মাকে বলেন, ‘সাংসদজিকে ধন্যবাদ বলুন। তিনি শুধু আপনাদের সঙ্গে দেখা করতেই এখানে এসেছেন।’ এ কথা শুনে মেয়েটির বাবা-মা সাংসদকে ধন্যবাদ জানান। ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে। এরপরেই শুরু হয়েছে সমালোচনা। যার জেরে ক্ষমা চেয়েছেন সুদর্শন।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মধ্যপ্রদেশের মন্দসৌরে একটি আট বছরের মেয়েকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে। মেয়েটি বাঁচার জন্য লড়াই করছে। মেয়েটির উপর যে নৃশংস অত্যাচার হয়েছে, সেটা ভেবে আমার অসুস্থ লাগছে। শিশুদের রক্ষা করার জন্য জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।’Madhya Pradesh: BJP MLA Sudarshan asks the family of the 8-year-old alleged rape victim to thank BJP MP Sudhir Gupta for visiting them at a hospital in Indore to inquire about victim's condition. (29.06.18) pic.twitter.com/MIxhbZH5N7
— ANI (@ANI) June 29, 2018
কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এই কংগ্রেস নেতা বলেছেন, ‘মন্দসৌরে এক আট বছরের মেয়ের ধর্ষণের ঘটনায় এফআইআর করতেই অনেক দেরি হয়েছে। আজও তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। আমরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আমার রাজ্যে মহিলারা নিরাপদ বোধ করছেন না।’ হাসপাতালের পক্ষ থেকে জারি করা মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, শিশুটি বিপদমুক্ত। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।In Mandsaur, MP, an 8-year-old girl was kidnapped and gang raped, and is battling for her life. The brutality this young child was subjected to sickens me. As a nation, we must come together to protect our children and bring the attackers to speedy justice.
— Rahul Gandhi (@RahulGandhi) June 30, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement