এক্সপ্লোর
Advertisement
হিংসা কোনও সমস্যার সমাধান নয়, বছরের প্রথম ‘মন কি বাত’-এ মোদি
এর আগের ‘মন কি বাত’ অনুষ্ঠানগুলি সকাল ১১টা থেকে শুরু হলেও, আজ সন্ধে ৬টায় এই অনুষ্ঠান শুরু করেন মোদি।
নয়াদিল্লি: আজ প্রজাতন্ত্র দিবসে নতুন ইংরাজি বছরের প্রথম ‘মন কি বাত’-এ নিজের বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই তিনি বলেছেন, ‘হিংসা কোনও সমস্যার সমাধান নয়। দেশের সব নাগরিককে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।’
এর আগের ‘মন কি বাত’ অনুষ্ঠানগুলি সকাল ১১টা থেকে শুরু হলেও, আজ সন্ধে ৬টায় এই অনুষ্ঠান শুরু করেন মোদি। তিনি বলেন, ‘সবাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আজকের ‘মন কি বাত’-এ আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের লোকজন যে সাফল্য অর্জন করেছেন, সেগুলি উদযাপন করব আমরা।’
ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে মোদি বলেন, ‘আমি যদি ডেভিড বেকহ্যামের কথা বলি, তাহলে সবাই বলবেন তিনি বিখ্যাত আন্তর্জাতিক ফুটবলার। কিন্তু এখন আমাদের মধ্যেও একজন ডেভিড বেকহ্যাম আছেন। তিনি গুয়াহাটিতে ইউথ গেমসে সোনা জিতেছেন, সেটাও সাইক্লিংয়ে ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে। জাতীয় গেমস এমন একটি মঞ্চ, যেখানে সব খেলোয়াড়ই নিজেদের প্রমাণ করার সুযোগ পান। পাশাপাশি তাঁরা অন্যান্য রাজ্যগুলির সংস্কৃতির সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পান। সেই কারণেই আমরা খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ধাঁচে প্রতি বছর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী মাসে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হবে কটক ও ভুবনেশ্বরে। ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তিন হাজারেরও বেশি খেলোয়াড় এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement