এক্সপ্লোর
Advertisement
লেহ্ থেকে শোনমার্গ আসার পথে ধস, দ্রাসে আটকে বহু বাঙালি পর্যটক, উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর
শ্রীনগর ও কলকাতা: কাশ্মীরের দ্রাসে আটকে বাঙালি পর্যটকরা। আটকে অন্য রাজ্যের হাজারো পর্যটক। লেহ্ থেকে শোনমার্গ আসার পথে ধসে আটকে পড়েছেন পর্যটকরা। মঙ্গলবার বিকেলে কার্গিল থেকে দ্রাসের দিকে যাওয়ার সময় কুখ্যাত শয়তানি নালা নামে একটি জায়গায় বড়সড় ধস নামে।
দু’দিন ধরে রাস্তা বন্ধ, তাপমাত্রা শূন্যের নিচে। এই অবস্থায় মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায়, খোলা আকাশের নীচে পড়ে আছেন বলে দাবি আতঙ্কিত পর্যটকদের। তার ওপর খাবারের দাম আকাশছোঁয়া, মিলছে না পানীয় জলও। এখানেই শেষ নয়। ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বন্ধ সমস্ত এটিএম। সব মিলিয়ে চরম দুর্ভোগে পর্যটকরা।
রাজ্যের পর্যটকদের এই বিপদের কথা জানতে পেরে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে কাশ্মীরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে রাজ্যের আধিকারিকদের নির্দেশ দেন তিনি। সেইমতো, আটকে পড়া যাত্রীদের রাজ্যে ফেরাতে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে করা হয়েছে অনুরোধ।
ইতিমধ্যেই, উদ্ধারকার্যে নেমেছে সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন(বিআরও)। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, কার্গিলের ডেপুটি কমিশনার জানিয়েছেন, পর্যটকরা সুস্থ আছেন। তাঁদের সবরকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।
কাশ্মীরে ধসের জেরে আটকে পড়া পর্যটকদের পরিবারের জন্য রাজ্যের পর্যটন দফতরের পক্ষ থেকে ২টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৩৩-২২৩৫৮২৭১ এবং ০৩৩-২২২৫৮২৭২। আটকে পড়া পর্টকদের উদ্ধার করে পৌঁছে দেওয়া হয় হোটেলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement