এক্সপ্লোর
ওড়িশায় রেল স্টেশনে মাওবাদী হামলা, মোদীর সফরের বিরোধিতা পোস্টারে
ভুবনেশ্বর: ওড়িশার দইকাল্লু স্টেশনে মাওবাদী হামলা। স্টেশন মাস্টারের ঘরে বিস্ফোরণ। ইস্ট-কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ১৫-২০ জন মাওবাদী রায়গড়া জেলার দইকাল্লু স্টেশনে হানা দেয়। স্টেশন মাস্টারকে টেনে-হিঁচড়ে বের করে এনে, তাঁর ঘরে বিস্ফোরণ ঘটায়। তাণ্ডব চলে গোটা স্টেশনে। এরপর রেলের ২টি ওয়াকিটকি ছিনিয়ে নেয় মাওবাদীরা। স্টেশন চত্বরে পোস্টার সেঁটে দিয়ে চম্পট দেয় তারা। পোস্টারে মাওবাদীরা আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের প্রতিবাদ জানিয়েছে। হামলার জেরে অন্তত ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।
এই ঘটনায় অবশ্য রেলের কোনও কর্মী বা স্থানীয় কোনও ব্যক্তি আহত হননি। মাওবাদীদের ফেলে যাওয়া পোস্টারে কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের নবীন পট্টানায়েক জমানার নীতির তীব্র সমালোচনা করা হয়েছে। একটি পোস্টারে প্রধানমন্ত্রীর ওড়িশা সফরের বিরোধিতা করা হয়েছে।
এই ঘটনার পর এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সিআরপিএফ এবং এওজি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement