বাবাকে হারিয়েও দেশাত্মবোধের বার্তা ছোট্ট রিচার
পাক হানা কেড়ে নিয়েছে তার বাবাকে, শুক্রবারের পর থেকে পাল্টে গিয়েছে জীবনটা...

শ্রীনগর: পাক হানা কেড়ে নিয়েছে তার বাবাকে। শুক্রবারের পর থেকে পাল্টে গিয়েছে জীবনটা। বাবা নেই সব যেন অন্ধকার! বাবাকে হারিয়েও দেশপ্রেমের বার্তা দিল পাক গোলাগুলিতে নিহত বিএসএফে কর্মরত রাকেশ ডোভালের কন্যা রিচা। দেশের প্রতিটি মানুষের কাছে সেনা জওয়ানদের হয়ে তার বার্তা-- "বন্দে মাতরম, বন্দে মাতরম,বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।"
দীপাবলির ঠিক আগের রাতে ভারত- পাকিস্তান সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণরেখা। ওইদিন বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর দাওয়ার, কেরান, উরি, নওগাম সেক্টরের বসতি এলাকা লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। তাতে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর চার জওয়ান। এদের মধ্যে ছিলেন বিএসএফের সাব ইন্সপেক্টর রাকেশ ডোভাল।
রবিবার শ্রীনগরে নিহত রাকেশ ডোভালের শেষকৃত্যে ভারতীয় সেনার মতো শৌর্যের পরিচয় দিল তাঁর কন্যা রিচা। শ্রীনগরে পুষ্পস্তবক অর্পণ করে রিচা বলেছে, ’’আমি প্রত্যেক দেশবাসীকে বলতে চাই, আমাদের নিরাপদে রাখতে সেনাবাহিনীর সদস্যরা ও সেনারা অতন্দ্র পাহারায় থাকেন। আমাদের নিরাপত্তা দিতে তাঁরা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেন। তাঁরা সবসময় আমাদের রক্ষা করেন। সেজন্য আমি আরও একবার বলতে চাই, বন্দে মাতরম,বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।‘‘
বয়স কম হলেও, রিচার এমন পরিণত বার্তায় খুশি এলাকার মানুষজন। অনেকেই প্রশংসায় মুখর।






















