এক্সপ্লোর
মেডিক্যালে ভর্তি: সরকারি কলেজের জন্য রাজ্যস্তরে পরীক্ষার অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: রাজ্য ভিত্তিক মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কিছুটা হলেও আশার আলো। শুধুমাত্র এ বছর পরীক্ষা নেওয়ার অনুমতি পেতে পারে রাজ্যগুলি। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) বহাল থাকলেও চলতি শিক্ষাবর্ষে শুধু সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য রাজ্যস্তরে কমন এন্ট্রান্স টেস্টের অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট। শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। সোমবার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে কেন্দ্রীয় সরকার। তারপরই মেডিক্যালে ভর্তির পরীক্ষা নিয়ে ধোঁয়াশা কাটতে পারে। শুক্রবার বিচারপতি অনিল দাভে, শিবা কীর্তি সিংহ ও আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ বলেছে, সলিসিটর জেনারেল রঞ্জিত কুমারের বক্তব্য অনুযায়ী, সোমবারের শুনানির আগে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হবে। সেই বৈঠকে সমাধান সূত্র বের করার চেষ্টা করবে সব পক্ষ। এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটা দেখেই এ বিষয়ে রায় দেবে আদালত। তবে যে পরীক্ষার্থীরা ১ মে-র এনইইটি-তে বসেছেন তাঁদের আর ২৪ জুলাই দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির পরীক্ষাকে এনইইটি-র আওতার বাইরে রাখার পক্ষে মত প্রকাশ করেছে। তবে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে এনইইটি-র আওতাতেই রাখার পক্ষে মেডিক্যাল কাউন্সিল। যে পরীক্ষার্থীরা কোনও কারণবশত ১ মে-র এনইইটি-তে বসতে পারেননি শুধু তাঁদেরই ২৪ জুলাইয়ের পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার জন্যও আদালতে আবেদন জানিয়েছে মেডিক্যাল কাউন্সিল। এদিন মেডিক্যাল কাউন্সিলের এই আবেদনগুলির পরিপ্রেক্ষিতে কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। তবে কোনও বেসরকারি কলেজ, সংস্থা বা বিশ্ববিদ্যালয়কে এমবিবিএস ও বিডিএস-এ ভর্তির জন্য পৃথক পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















