এক্সপ্লোর
Advertisement
১২ ঘন্টার অস্ত্রোপচার, ছয়বার হার্ট অ্যাটাক, তারপরও বেঁচে গেল চার মাসের শিশু
নয়াদিল্লি: হৃদপিন্ডের বিরল রোগের শিকার এক শিশুর ১২ ঘন্টার অস্ত্রোপচার। শুধু তাই নয়, এরপর ছয়বার হৃদরোগে আক্রান্ত হল সে। দীর্ঘ অস্ত্রোপচার ও একাধিক হৃদরোগের ধকল সহ্য করেও প্রাণরক্ষা পেল দুধের শিশুটির। খুব শীঘ্রই বাড়ি ফিরে যাবে সুস্থ বিধিধা।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিধিধা যখন ৪৫ দিনের তখন তাকে খাওয়ানোর পর বমি করে সে অজ্ঞান হয়ে যায়। কোনওরকমে জ্ঞান ফেরান তাঁর মা। কিন্তু আবারও অজ্ঞান হয়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান তার বাবা-মা। সেখানকার চিকিত্সদের পরামর্শক্রমে বিধিধাকে মুম্বইয়ের বিজে ওয়াদিয়া হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে তার হৃদযন্ত্রে মহাধমণীর রক্ত পরিবহণ সংক্রান্ত রোগ ধরা পড়ে। সেই মতো চিকিত্সা শুরু হয়।
ওয়াদিয়া হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জেন বিশ্ব পন্ডা গত ১৪ মার্চ বিধিধার অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, ওই শিশুর হৃদযন্ত্রের গঠন স্বাভাবিক হৃদযন্ত্রের একেবারে বিপরীত। জটিল অস্ত্রোপচারের পর বিধিধার হৃদযন্ত্রের কাজের উন্নতি হয়। কিন্তু তার দুর্বল ফুসফুসের কোনও উন্নতি হয়নি। তার রক্তে অক্সিজেনের পরিমাণ সাধারণ মাত্রা তুলনায় এক-তৃতীয়াংশ কমে যেত, অন্যদিকে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ তিনগুণ বেড়ে যেত।
চিকিত্সক জানিয়েছেন, অস্ত্রোপচারের পর বিধিধাকে ৫১ দিন আইসিইউ-রে রাখা হয়েছিল। রক্তে অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের অসমতার জন্য ওই পর্বে তার ছয়বার হৃদরোগ হয়েছিল। একবার তো প্রায় ১৫ মিনিট ধরে তার হৃদযন্ত্র বন্ধ ছিল। বিধিধার ফুসফুসকে স্থিতিশীল রাখতে হাসপাতালকে হাই-ফ্রিকোয়েন্সি ওসসিলেটরি ভেন্টিলেটর ব্যবহার করতে হয়েছিল।
জানা গেছে, এই দীর্ঘ ব্যয়বহুল চিকিত্সার জন্য খরচ হয়েছে ৫ লক্ষ টাকা। বিধিধার বাবা-মা মাত্র ২৫ হাজার টাকা দিতে পেরেছিল। বাকি টাকা হাসপাতালের বিভিন্ন দাতার কাছ থেকে পাওয়া গিয়েছে।চার মাসের বিধিধাকে খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement