এক্সপ্লোর
Advertisement
ভারত-পাক সীমান্তের সুরক্ষা বাড়াতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র
নয়াদিল্লি: পঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে কয়েক মাস আগের সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সীমান্তে নিরাপত্তা কীভাবে আরও জোরদার করা যায়, সেজন্য উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মধুকর গুপ্তা কমিটির মাথায় থাকছেন। সীমান্ত সুরক্ষা বাড়ানোর ব্যাপারে নানা পদক্ষেপের সুপারিশ করবে কমিটি। সীমান্তে কাঁটাতারের বেড়ায় কোথায় ফাঁকফোকর রয়েছে, কোন কোন জায়গাগুলি সুরক্ষিত নয়, অনুপ্রবেশ ঘটার বিপদ-শঙ্কা রয়েছে, তা চিহ্নিত করার ভারও দেওয়া হয়েছে কমিটিকে।
স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, কমিটি ভারত-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়ায় সব ধরনের ছিদ্র পরীক্ষা করে দেখবে। আর কোন কোন ত্রুটি, বিপদ রয়েছে, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে কমিটিকে। পাশাপাশি অন্তর্বর্তী পর্যায়ে ও পাকাপাকি ভাবে সেই গলদগুলি দূর করার ব্যাপারে সামগ্রিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত, তাও বলবে কমিটি। তারা তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে পঞ্জাব সীমান্ত দিয়ে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে ভারতীয় ভূখণ্ডে। পঠানকোটের হামলার আগে গত বছরের ২৭ জুলাই তিন সন্ত্রাসবাদী সামরিক পোশাকে পঞ্জাবের গুরদাসপুরের দিনানগর থানায় হামলা করেছিল। সম্ভবত, পঞ্জাবে ভূগর্ভে সুড়ঙ্গ খুঁড়ে সন্ত্রাসবাদীরা হামলা করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই সীমান্তের নিরাপত্তার হাল-হকিকত্ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে চাইছে সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement