এক্সপ্লোর
কুলগামে অপহরণের পর পুলিশ কন্সটেবল খুনের 'বদলা', গুলির লড়াইয়ে ৩ হিজবুল জঙ্গিই নিহত
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগামে পুলিশ কন্সটেবল খুনের ২৪ ঘণ্টার মধ্যে বদলা নিলেন জওয়ানরা। গোপন ঘাঁটিতে ঢুকে ৩ জঙ্গিকে মারল রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশ। দক্ষিণ কাশ্মীরের খুদওয়ানি কুলগামে আজকের অভিযানটি চালানো হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা গতকাল ট্রেনি কন্সটেবল সেলিমকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলে। তারপর সেই দেহের ছবি তুলে একটি ভিডিও করে পাঠায়। পরে সেই ভিডিও দেখেই জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে আজ অভিযানে নামে পুলিশ। সেই অভিযানেই তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের পুলিশ প্রধান এস.পি বেদ। আপাতত ঘটনাস্থল থেকে তিনজন জঙ্গির দেহই উদ্ধার হয়েছে।
তবে গতকাল যেখানে মেরে ফেলা হয় সেলিমকে, সেখানে এখনও চলছে তল্লাশি অভিযান।
মহম্মদ সেলিম শাহ হলেন আব্দুল গনি শাহর ছেলে। এই শিক্ষানবিস পুলিশকর্মী কুলগামের মুতালহামার বাসিন্দা। গতকালই তাঁকে হত্যা করে জঙ্গিরা। সেলিমের দেহ একাধিক ক্ষত চিহ্ন সহ উদ্ধার করে পুলিশ। সেলিমের বাড়িতে বৃদ্ধ বাবা-মা, দুই ভাই এবং একজন অবিবাহিত বোন রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement