Debangshu Bhattacharya: 'সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে, আবারও প্রমাণ হল সিবিআই ব্যর্থ', পোস্ট দেবাংশুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে, ছিঃ'। 'রাজ্যে অন্য তিনটি ধর্ষণ-খুনের মামলায় রাজ্য ফাঁসির সাজা আদায় করতে পেরেছে' । 'একটা ভয়ঙ্কর সেনসিটিভ মামলায়, ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই' । 'আবারও প্রমাণ হল সিবিআই ব্যর্থ, ব্যর্থ, ব্য়র্থ...' । সোশাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে যাবজ্জীবন, কেরলে শ্যারণ রাজ খুনের মামলায় প্রেমিকার ফাঁসির নির্দেশ
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে যাবজ্জীবন, কেরলে শ্যারণ রাজ খুনের মামলায় প্রেমিকার ফাঁসির নির্দেশ । অভিযুক্ত প্রেমিকা গ্রীসমাকে ফাঁসির সাজা তিরুঅনন্তপুরমের অতিরিক্ত জেলা সেশনস্ কোর্টের । বয়ফ্রেন্ডকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমিকা গ্রীসমার বিরুদ্ধে। শ্যারণ রাজ হত্যা মামলায় তৃতীয় অভিযুক্ত গ্রীসমার কাকাকে ৩ বছর কারাদণ্ডের নির্দেশ । এই ঘটনা বিরল থেকে বিরলতম, এই রায় অভূতপূর্ব, প্রতিক্রিয়া নিহত শ্যারণ রাজের পরিবারের আইনজীবীর । নিঁখুত তদন্তের জন্য পুলিশের টিমকে ধন্যবাদ জানাল আদালত । 'সহবাসের প্রলোভন দেখিয়ে শ্যারণকে ডেকে যেভাবে খুন করা হয় তা ভুলে গেলে চলবে না' । 'শ্যারণ একটি সন্দেহজনক পানীয়র ছবি রেকর্ড করেছিল, যা করতে বারণ করেছিল গ্রীসমা' । 'এই ঘটনা এটাই প্রমাণ করে যে ভুল কিছু হচ্ছে এটা শ্যারণ সন্দেহ করেছিল' । 'শ্যারণ রাজ ১১ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল একফোঁটা জল না খেয়ে', মন্তব্য আদালতের । দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিল শ্যারণ রাজ ও গ্রীসমা । কিন্তু শ্যারণের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ করে গ্রীসমা অন্য ব্যক্তিকে বিবাহের পরিকল্পনা করেছিল । শ্যারণ রাজি না হওয়ায় খুনের ছক গ্রীসমার


















