এক্সপ্লোর
Advertisement
ম্যারাথনে জয়শা’কে সাহায্য না করার ঘটনায় তদন্তের নির্দেশ ক্রীড়া মন্ত্রকের
নয়াদিল্লি: রিও অলিম্পিকের ম্যারাথন দৌড়ের সময় ভারতের একমাত্র প্রতিযোগী ওপি জয়শার প্রতি উদাসীনতার অভিযোগের ব্যাপারে তদন্তের নির্দেশ দিল ক্রীড়া মন্ত্রক। দুই সদস্যের কমিটি গঠন করেছে তারা।
প্রসঙ্গত, ব্রাজিল থেকে ফিরে জয়শা অভিযোগ জানান, ম্যারাথনের সময় তাঁকে সাহায্য করার জন্য ছিলেন না কোনও কোচ বা আধিকারিক। ভারতের এই অ্যাথলিটের দাবি, দৌড়ের সময় এনার্জি ড্রিঙ্ক তো দূরের কথা, জলটুকুও পাননি। যেখানে প্রত্যেক আড়াই মিটার দূরত্বের পয়েন্টের অন্যান্য দেশের প্রতিনিধিদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল, সেখানে জল না খেয়েই ৪২.১৯৫ কিলোমিটার দৌড়তে হয় তাঁকে। প্রচণ্ড গরমে এভাবে ফিনিশিং লাইনে এসে দৌড় শেষ করে তিনি অজ্ঞান হয়ে যান।
এদিকে দ্য অ্যাথলেট ফেডারেশন অফ ইন্ডিয়া(এএফআই)-এর বক্তব্য, মূল ইভেন্টের আগের দিন জয়শাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেই এধরনের ব্যবস্থা নিতে চাননি।
যুব ও ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল জানিয়েছেন, তদন্তের জন্য যুগ্ম সম্পাদক শ্রী ওঙ্কার কেডিয়া(ক্রীড়া) এবং ডিরেক্টর শ্রী বিবেক নারায়ণ(ক্রীড়া)-কে নিয়ে দুই সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement