সংখ্যালঘু উন্নয়নে ৩৬৮ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি
নয়াদিল্লি: সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করল মোদী সরকার।
সংখ্যালঘুদের উন্নয়নে কেন্দ্র উদাসীন বলে দীর্ঘদিন ধরেই শাসকদলকে আক্রমণ করে আসছে বিরোধীরা। তারই মাঝে বুধবারের বাজেটে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের বরাদ্দ ৩৬৮ কোটি টাকা বাড়িয়ে ৪১৯৫ কোটি টাকা করা হয়েছে। গত বাজেটে এই খাতে ৩৮২৭ কোটি টাকা ছিল।
জানা গিয়েছে, এই বরাদ্দের মধ্যে ২০৫৩ কোটি রাখা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নে। অন্যদিকে, ১২০০ কোটি ও ৬৩৫ কোটি বরাদ্দ হয়েছে যথাক্রমে বহুশ্রেণি উন্নয়নমূলক প্রকল্প এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে।
বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, বহু বছর পর তাঁর মন্ত্রকের বরাদ্দ এতটা বৃদ্ধি করা হল। তাঁর আশা, এর ফলে সংখ্যালঘুদের উন্নয়ন আরও ভাল হবে। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী অরুণ জেটলির ভূয়সী প্রশংসা করেন।