এক্সপ্লোর
Advertisement
অর্থপাচারের মামলায় ইডি-র জেরার মুখোমুখি লালুপ্রসাদের জামাই
নয়াদিল্লি: ৮,০০০ কোটি টাকা পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি হলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতীর স্বামী শৈলেশ কুমার। সোমবার তিনি জেরা এড়িয়ে যান। তবে আজ ইডি কর্তাদের কাছে হাজির হলেন। অর্থপাচারের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হবে বলেই ইডি সূত্রে খবর।
গতকাল এই মামলাতেই মিসাকে আট ঘণ্টা জেরা করেছিল ইডি। এই মামলায় এর আগে এক চার্টার্ড অ্যাকাউন্টট্যান্টকে গ্রেফতার করা হয়েছে। একটি সংস্থার সঙ্গে তাঁদের যোগের বিষয়েই আরজেডি সাংসদ মিসা ও তাঁর স্বামীকে জেরা করছে ইডি। তদন্তকারীদের দাবি, মেসার্স মিশালি প্রিন্টার্স অ্যান্ড প্যাকার্স প্রাইভেট লিমিটেড সংস্থার ডিরেক্টর ছিলেন মিসা ও শৈলেশ। ২০০৭-৮ সালে চারটি ভুয়ো সংস্থা ১০০ টাকা দরে মেসার্স মিশালি প্রিন্টার্স অ্যান্ড প্যাকার্স প্রাইভেট লিমিটেড সংস্থার ১,২০,০০ শেয়ার কেনে। পরে ১০ টাকা দরে সেই শেয়ারগুলি কিনে নেন মিসা। এ বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শৈলেশের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত শনিবার দিল্লিতে মিসা, শৈলেশ ও তাঁদের সংস্থার তিনটি খামারবাড়িতে তল্লাশি চালায় ইডি। ভুয়ো সংস্থার মাধ্যমে কালো টাকা পাচার করার সূত্র খোঁজার জন্যই তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ইডি-র পাশাপাশি সিবিআই ও আয়কর বিভাগও লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement