এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে নিরাপদেই আছেন ২ মৌলবী, কাল ফিরছেন দেশে, সুষমাকে ধন্যবাদ পুত্রের
নয়াদিল্লি: পাকিস্তানের করাচিতে নিখোঁজ দিল্লির নিজামুদ্দিন দরগার ২ মৌলবীর খোঁজ মিলেছে। তাঁরা নিরাপদে আছেন, কাল ফিরবেন দেশে। জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, দুই মৌলবীর অন্যতম সৈয়দ নাজিম আলি নিজামির সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁরা সুস্থ আছেন, কাল ফিরে আসবেন দিল্লিতে। টুইটারে সুষমা জানিয়েছেন এ কথা।
I just spoke to Syed Nazim Ali Nizami in Karachi. He told me that they are safe and will be back in Delhi tomorrow. #Nizamuddin
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 19, 2017
স্বাভাবিকভাবেই খুশি নিখোঁজ মৌলবী সৈয়দ আসিফ নিজামির ছেলে আমির নিজামি। ভারত সরকার ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। করাচিতে হারিয়ে যাওয়ার পর থেকেই সুইচ অফ ছিল ২ মৌলবীর ফোন। আমির জানিয়েছেন, ফোনগুলি এখন কাজ করছে। শিগগিরই কথা বলতে পারবেন বলে আশা করছেন তিনি।
গতকাল পাকিস্তান ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে জানায়, নিখোঁজ দুই মৌলবীর খোঁজ মিলেছে, তাঁদের নিয়ে আসা হচ্ছে করাচিতে। বিদেশমন্ত্রী স্বরাজ এ নিয়ে পাক প্রধানমন্ত্রীর বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কথা বলেন, নিখোঁজ মৌলবীদের সন্ধানে তাঁদের হস্তক্ষেপ চান।
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার প্রধান মৌলবী সৈয়দ আসিফ নিজামি ও তাঁর ভাইপো সৌয়দ নাজিম নিজামি লাহৌরে তীর্থ করতে যান। কিন্তু করাচি বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা। জানা যায়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই রাজনৈতিক দল মুত্তাহিদা কাওয়ামি মুভমেন্ট বা এমকিউএমের সঙ্গে যোগসাজসের সন্দেহে তাঁদের তুলে নিয়ে গিয়েছে।
পরে অবশ্য পাকিস্তান দাবি করে, ভক্তদের সঙ্গে দেখা করতে সিন্ধু প্রদেশের প্রত্যন্ত এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানে সেলুলার পরিষেবা না থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement