এক্সপ্লোর
মালাডে হকারের হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিভাগীয় প্রধান
মুম্বই: মুম্বইয়ের মালাডে হকারদের হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিভাগীয় প্রধান সুশান্ত মালাভাডে। শনিবার দুপুরে এই মারধরের ঘটনাটি ঘটে। তাঁর আঘাত গুরুতর হওয়ায় এমএনএস নেতাকে জাহ্নবী হাসপাতালে ভর্তি করা হয়, খবর সূত্রের। এই ঘটনায় দুজন হকারকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে হকারদের নিয়ে একটি সমাবেশ করেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তাঁর ভাষণে তিনি এমএনএস নেতাদের বিরুদ্ধে সুর চড়ান। এর কিছুক্ষণ পর মালাভাডে এবং তাঁর দলের অন্যান্য কর্মীরা মালাড থেকে হকারদের সরাতে হাজির হন। সেসময় পুলিশ এমএনএস নেতাকে তাঁর কাজে বাধা দেয় ও আটক করে। পরে পুলিশ ছেড়ে দিলে, মালাভাডে ফের হাজির হন মালাডে হকার উচ্ছেদ করতে। তখনই তিনি হকারদের সঙ্গে বচসায় জড়ান। সেই সময় একজন হকার এসে মালাভাডেকে চড় মারেন। তারপর শুরু হয় হকারদের মার। এরপরই আহত নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে, আশ্বাস পুলিশের।
এর আগে গত শনিবারই থানে নগরে হকার উচ্ছেদের জন্যে হাজির হয়েছিলেন এমএনএসের শহর-সভাপতি অভিনাশ যাদব এবং তাঁর দলের আরও চার সদস্য। সেসময় পুলিশ তাঁদের গ্রেফতার করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement