এক্সপ্লোর
Advertisement
দু সপ্তাহ পরে কাশ্মীরে ফের চালু মোবাইল ইন্টারনেট পরিষেবা
শ্রীনগর: কাশ্মীরে দু সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হল মোবাইল ইন্টারনেট পরিষেবা। গত ১৫ তারিখ পুলওয়ামার একটি কলেজে নিরাপত্তারক্ষীদের মাত্রাতিরিক্ত কঠোর আচরণের প্রতিবাদে উপত্যকাজুড়ে ছাত্র-বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গুজব ছড়ানো রুখতে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার চার দিন পরে ১৭ তারিখ আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ২২টি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। শনিবার সেই নিষেধাজ্ঞা পুরোপুরি তুল নেওয়া হল।
কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক বলেন, ৩৫০টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুজব রটানো হচ্ছে। সেই গ্রুপগুলির সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই ধরনের ৯০ শতাংশ গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে।
এই গুজব রটানো রুখতেই মোবাইল ইন্টারনেট ও ওয়েবসাইটগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, কিউকিউ, কিউজোন, গুগল প্লাস, স্কাইপ, লাইন, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ভাইন, ফ্লিকআরের মতো ওয়েবসাইটগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব আর কে গয়াল বলেন, দেশ-বিরোধী ও সমাজ-বিরোধীরা উত্তেজক বার্তা ছড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার করছে। সেই কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement