এক্সপ্লোর
Advertisement
কর্নাটক: গণতন্ত্রের প্রহসন! বিজেপি, রাজ্যপালের সমালোচনা রজনীকান্তের, প্রশংসা সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপির সমালোচনা অভিনেতা রজনীকান্তের। বিজেপি ছাড়াও তিনি নিশানা করেন রাজ্যপাল বজুভাই ভালাকে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আরও বেশি সময় চাওয়া, রাজ্যপালের তাদের ১৫ দিন সময় দেওয়াকে 'গণতন্ত্রের প্রহসন' বলে মন্তব্য করেছেন তামিল সুপারস্টার।
নামছেন নামছেন করেও এখনও রাজনীতির ময়দানে পা রাখেননি তিনি। নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেননি। তবে এ নিয়ে জল্পনায় ছেদ পড়েনি এতটুকু। তার মধ্যেই রজনীকান্ত বলেছেন, গতকাল কর্নাটকে যা হল, তা গণতন্ত্রের জয়। বিজেপির আরও একটু সময় চাওয়া, রাজ্যপালের তাদের ১৫ দিন সময় দেওয়া, পুরোটাই গণতন্ত্রের প্রহসন। সংবিধান অনুসারে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়। কংগ্রেস-জেডি (এস) তা দেখাতে চলেছে। এটা গণতন্ত্রের জয় মনে করি আমি। চেন্নাইয়ে তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্টকে তার রায়ের জন্য ধন্যবাদ। তারা গণতন্ত্র বহাল রেখেছে।
প্রসঙ্গত, প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণের পাশাপাশি তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় দেন কর্নাটকের রাজ্যপাল,যা ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। কংগ্রেস, জেডি(এস) অভিযোগ করে, বিজেপিকে ঘোড়া কেনাবেচা অর্থাত্ বিধায়ক ভাঙিয়ে আনার সুযোগ করে দিচ্ছেন রাজ্যপাল। শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যা জোগাড় না হওয়ায় আস্থাভোটের আগেই ইস্তফা দিয়ে মুখ বাঁচান ইয়েদুরাপ্পা। কংগ্রেস এবার দাবি করেছে, বিজেপির যে নেতারা টাকা ছড়িয়ে তাদের ও জেডি (এস) বিধায়কদের কেনার চেষ্টা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর নতুন দল ঘোষণার কী হল, জানতে চাওয়া হলে রজনীকান্ত ২০১৯ এর লোকসভা নির্বাচন ঘোষণার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান। বলেন, ২০১৯ এর ভোটের ঘোষণা হলেই লড়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। দলের নাম ঘোষণা হয়নি ঠিকই, তবে আমরা তৈরি। কারও সঙ্গে জোটের ব্যাপারেও এখনই কিছু বলার সময় হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement