এক্সপ্লোর
লক্ষ্য এক, পরিচ্ছন্ন পরিবেশ চান মোদী, আমিও: কাজল

মুম্বই: নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে দেখা করলেন অভিনেত্রী কাজল। একটি বাণিজ্যিক সংস্থার বিশেষ প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি। উদ্দেশ্য, বিশ্বব্যাপী বাচ্চাদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস জনপ্রিয় করা। পরে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর দৃষ্টিভঙ্গি একই, তাঁরা একই রকম উদ্বিগ্ন, জানান তিনি। কাজল বলেছেন, উনি (মোদী) স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেছেন। আমাদের হেল্প এ চাইল্ড রিচ ফাইভ উদ্যোগও নেওয়া হয়েছে পাশাপাশি। তাই আমরা ওনার সঙ্গে দেখা করে আলোচনার কথা ভেবেছি। আমরা এ দেশে শিশুমৃত্যুর হার কমে যাক, চাই। আমরা একই জায়গায় দাঁড়িয়ে। কেননা লক্ষ্য আমাদের একই। আমরা এক স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই। এ ব্যাপারে টিপস দিতে পারেন সবচেয়ে ভাল তিনিই। নানা প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা হল। প্রধানমন্ত্রী তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, বলেছেন কাজল। তাঁর কথায়, আমাদের কাজের প্রশংসা করেছেন উনি। আমরা কী করতে চাইছি, তা বুঝেছেন। শিশু, মানুষের জীবন বাঁচাতে হাত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা উনি উপলব্ধি করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















