এক্সপ্লোর
Advertisement
হুডার বিরুদ্ধে সিবিআই চার্জশিট: জনরোষ থেকে বাঁচতে মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসাচ্ছে মোদী সরকার, অভিযোগ কংগ্রেসের
নয়াদিল্লি: গতকাল দুর্নীতি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেওয়ার পর প্রবল অসন্তোষ জানাল কংগ্রেস। ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে দেশবাসীর রোষ থেকে বাঁচতে নরেন্দ্র মোদী সরকার তাঁদের নেতাদের বিরুদ্ধে 'এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ' করছে। মানুষের নজর ঘোরাতে মিথ্যা মামলায় জড়াচ্ছে রাজনৈতিক বিরোধীদের। তবে তাঁদের এভাবে দমিয়ে রাখা যাবে না। এমনই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের কমিউনিকেশনস ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা।
বফর্স মামলার নজির দেখিয়ে তিনি অভিযোগ করেন, কংগ্রেসকে অপদস্থ করতেই ইস্যুটা জিইয়ে রাখছে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার।
প্রসঙ্গত, গতকালই জাতীয় রাজনীতিতে প্রভাব, আলোড়ন ফেলা বফর্স ঘুষ মামলায় সব অভিযুক্তকে অব্যাহতি দিয়ে দিল্লি হাইকোর্টের ২০০৫ সালের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে সিবিআই। সুরজেওয়ালার বক্তব্য, সরকার যে 'বৈকল্যে' আক্রান্ত, তা থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ, তা 'রাজনৈতিক স্বার্থ পূরণে মোদী সরকার, বিজেপি নেতৃত্বের চক্রান্তের'ও অংশ। তিনি বলেন, কংগ্রেস নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাজনৈতিক প্রতিশোধস্পৃহা চরিতার্থ করছে মোদী সরকার। রাজনৈতিক গ্রাফের পতন হচ্ছে, তাই কংগ্রেস নেতাদের সিবিআই ও অন্যান্য এজেন্সিকে দিয়ে ভিত্তিহীন মামলায় জড়ানো হচ্ছে। কিন্তু কংগ্রেস নেতারা সর্বশক্তি দিয়ে যাবতীয় চক্রান্ত ও মিথ্যা ফৌজদারি মামলার বিরুদ্ধে লড়বেন। সিবিআই সত্যিই বিজেপির ক্যাপটিভ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন তিনি।
গতকালই হুদা ও আরও ৩৩ জনের বিরুদ্ধে ১৫০০ কোটি টাকার বেশি মানেসর জমি ডিলে দুর্নীতির অভিযোগে চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই ডিলে প্রায় ২০০ চাষি প্রতারিত হয়েছেন।
মানেসর মামলায় সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, হরিয়ানা সরকার ২০০৪ এর ২৭ আগস্ট ও ২০০৫ এর ২৫ আগস্ট গুরগাঁওয়ের মানেসর, নওরঙ্গপুর ও লাখনৌলা গ্রামে ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপ গড়তে ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করে। অভিযোগ, বিল্ডাররা কৃষকদের ভয় দেখিয়ে একর পিছু মাত্র ২০-২৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা দামে ৪৫৯ একর জমি কিনে নেয়। ২০০৭ সালে তারা সেসময়কার মুখ্যমন্ত্রী হুডার দপ্তরে অধিগ্রহণ প্রক্রিয়া তুলে নেওয়ার আবেদন করে বলে অভিযোগ। তার দু মাস বাদে ২৪ আগস্ট সত্যিই সেই প্রক্রিয়া প্রত্যাহার করে নেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement