এক্সপ্লোর
Advertisement
লোকপাল আইনকে দুর্বল করে দিয়েছে মোদী সরকার, তোপ হজারের
খাজুরাহো: দুর্নীতি-বিরোধী লোকপাল আইনকে দুর্বল করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন বিশিষ্ট সমাজকর্মী অন্না হজারে। তিনি বলেছেন, যখন আইনটি প্রণয়ন হয়েছিল, তখনই তা দুর্বল করে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। পরে মোদী ২০১৬-র ২৭ জুলাই সংসদে একটি সংশোধনী পেশ করে ওই আইন আরও দুর্বল করে দিয়েছেন। ওই সংশোধনীতে আইনে একটি ধারার সংযোজন করে বলা হয়েছে, স্ত্রী, পুত্র,কন্যা এবং অন্যান্য সহ কোনও সরকারি আধিকারিকের আত্মীয়দের সম্পত্তির বিস্তারিত জমা দেওয়ার প্রয়োজন নেই।
হজারে বলেছেন, মূল আইনে সরকারি আধিকারিকদের পরিবারের সদস্যদের সম্পত্তির বিস্তারিত জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল।
হজারে বলেছেন, মোদী সরকারের ওই সংশোধনীটি কোনও বিতর্ক ছাড়াই একদিনেই লোকসভায় অনুমোদিত হয়েছিল। এরপর ২৮ জুলাই সংশোধনীটি রাজ্যসভায় পেশ করা হয় এবং ২৯ জুলাই রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয়। এভাবে মাত্র তিনদিনেই লোকপাল আইনকে দুর্বল করে দেওয়া হয়।
উল্লেখ্য, লোকপাল ও কৃষকদের সমস্যা নিয়ে আগামী বছরের মার্চে নয়াদিল্লিতে আন্দোলন শুরু করার কথা জানিয়েছেন হজারে।
এই সমাজকর্মী বলেছেন, লোকপাল নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে তিনটি চিঠি দিয়েছেন। কিন্তু একটিরও উত্তর পাননি।
হজারে ষাটোর্দ্ধ কৃষকদের মাসে ৫ হাজার টাকা পেনশন প্রদানের দাবিও জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement