এক্সপ্লোর
Advertisement
তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে সনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর
নয়াদিল্লি: সনিয়া গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। শনিবার ৭১-এ পড়লেন কংগ্রেস সভানেত্রী। ট্যুইটারে তাঁর দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী। গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস, বিজেপির তীব্র রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে সৌজন্য দেখালেন মোদী।
Birthday greetings to Congress President Smt. Sonia Gandhi. I pray for her long life and good health.
— Narendra Modi (@narendramodi) December 9, 2017
নির্বাচনী প্রচারে একদিকে প্রধানমন্ত্রী, আরেকদিকে সনিয়া পু্ত্র রাহুল গাঁধী পরস্পরকে তীব্র আক্রমণ করেছেন, কখনও কখনও যা ব্যক্তিগত স্তরেও নেমে এসেছে। বেশ কিছুদিন ধরেই শরীর ভাল যাচ্ছে না, তাই গুজরাতে এবারের প্রচারে এখনও নেই সনিয়া। দলের সভানেত্রী পদ ছেড়ে তাঁর ছেলের হাতে নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
কংগ্রেস নেতা-কর্মী, সদস্য, সমর্থকরা আজ সকাল থেকেই সনিয়ার বাসভবন ১০ জনপথের বাইরে জড়ো হতে থাকেন। তেরঙ্গা বেলুন উড়িয়ে, বাজি ফাটিয়ে সভানেত্রীর জন্মদিনের উচ্ছ্বাস জানান তাঁরা।
গতকাল মোদী নির্বাচনী জনসভায় তাঁর বিরুদ্ধে সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ারের নীচ কিসম কা আদমি মন্তব্যের পাল্টা দাবি করেন, গতকালই প্রথম ওরা আমায় নীচ বলেনি। সনিয়া গাঁধী, তাঁর পরিবারের সদস্যরাও বলেছেন। কেন আমি নীচ? গরিব ঘরে আমার জন্ম, নীচু জাত, আমি গুজরাতি বলে? এজ্ন্যই আমাকে ওরা ঘৃণা করে?
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে নীচ কিসম কা আদমি বলায় ড্যামেজ কন্ট্রোলে নেমে দ্রুত মনিশঙ্করকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করেছে কংগ্রেস। যদিও ইস্যুটি হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। তাদের দাবি, এটা কংগ্রেসের মুখ বাঁচানোর কৌশল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement