‘ডিজিটাল করুন, পুরস্কার জিতুন’, প্রকল্প চালু মোদীর
নয়াদিল্লি: ‘নগদহীন অর্থনীতি’-র প্রতি মানুষের মনে আরও উৎসাহ বাড়াতে এবার নতুন ২টি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার, বছরের শেষ ‘মন কী বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, ‘ক্যাশলেস’ নিয়ে দেশে এখন একটা কৌতুহলের আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বলেন, মানুষ জানতে চাইছে, ক্যাশলেস কী? কেমন ভাবে ক্যাশলেসে ব্যবসা হবে? কী করে একজন নগদ ছাড়া কেনাকাটা করতে পারবেন? প্রধানমন্ত্রী যোগ করেন, এই ইচ্ছাকে আরও উৎসাহ দিতে, মোবাইল ব্যাঙ্কিংকে শক্তিশালী করতে এবং মানুষকে ই-পেমেন্টে অভ্যস্ত করতে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য এদিনই ২টি পৃথক প্রকল্পের উদ্বোধন সরকার করছে।
মোদী জানান, একদিকে গ্রাহকদের জন্য যেমন লাকি গ্রাহক যোজনা করা হয়েছে, তেমনই ব্যবসায়ীদের জন্য ডিজি ধন ব্যাপার যোজনা প্রকল্প চালু করা হয়েছে। এদিন মোদী জানান, ক্রিসমাসের উপহার হিসেবে ড্রয়ের মাধ্যমে ১৫ হাজার মানুষ পুরস্কার পাবেন। এর মাধ্যমে, ওই ১৫ হাজারের অ্যাকাউন্টে এক হাজার টাকা আসবে।
মোদী জানান, এদিন থেকে শুরু হয়ে এই প্রকল্প আগামী ১০০ দিন পর্যন্ত চলবে। প্রতিদিন ১৫ হাজার মানুষের কাছে ১ হাজার টাকা করে জেতার সুযোগ থাকবে। তবে, শর্ত একটাই—গ্রাহকদের মোবাইল ব্যাঙ্কিং, ই-ব্যাঙ্কিং, রুপে কার্ড, ইউপিআই, ইউএসএসডি যাতীয় ডিজিটিল পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে।
এছাড়া, প্রতি সপ্তাহে একবার করে একটি গ্র্যান্ড ড্র হবে। সেখানে পুরস্কারের মূল্য লক্ষ টাকার হবে। এখানেই শেষ নয়। আগামী ১৪ ফেব্রুয়ারি, অম্বেডকরের জন্মদিনে একটি বাম্পার ড্র হবে। সেখানে পুরস্কার হবে কোটি টাকা।
গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ীদের জন্যও একটি পৃথক প্রকল্প চালু করেন মোদী। তিনি জানান, ব্যবসায়ীদের উচিত এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে অন্যদেরও উৎসাহিত করা। মোদীকর দাবি, ক্যাশলেস-এর মাধ্যমে ব্যবসা অনেক সহজ হবে এবং একইসঙ্গে তাঁরা (ব্যবসায়ী) পুরস্কার জেতার সুযোগ পাবেন।
মোদী জানান, এই দুটি প্রকল্পকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গরিব ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি উপকৃত হয়। প্রধানমন্ত্রী বলেন, সেই লক্ষ্যে, ৫০ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে যাঁরা কেনাকাটা করবেন, তাঁরাই একমাত্র এই প্রকল্পের আওতায় থাকবেন।
প্রধানমনন্ত্রীর দাবি, দেশে এখন প্রায় ৩০ কোটি মানুষ রুপে কার্ড ব্যবহার করেন। এর মধ্যে ২০ কোটি কার্ডের অধিকারী গরিব পরিবারের সদস্য। তাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে।
মন কী বাত অনুষ্ঠানে এদিন মোদী জানান, গত কয়েকদিনে ক্যাশলেস লেনদেন ২০০ থেকে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, যে সকল ব্যবসায়ী ডিজিটাল লেনদেনকে ব্যবহার করবেন এবং নগদের বদলে অনলাইন পেমেন্টকে উৎসাহ দেবেন, তাঁরা আয়করে বিশেষ ছাড় পাবেন।