এক্সপ্লোর
একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে দুদিনের বারাণসী সফরে মোদী

নয়াদিল্লি ও বারাণসী: আজ বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি সেখানে। দুপুর পৌনে তিনটে নাগাদ বারাণসীর বাবতপুর বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে দুপুর সাড়ে তিনটেয় যাবেন বড় লালপুর। সেখানে একটি বাণিজ্য সহায়তা কেন্দ্রের শিলান্যাস করবেন। বিকেল ৫টা ৪০ থেকে সাড়ে ৬টা পর্যন্ত ডিএল ডব্লু গেস্ট হাউসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। সন্ধে ৭টায় পৌঁছবেন তুলসী মানস মন্দিরে। মন্দির দর্শনের পর রামায়ণ লেখা ডাক টিকিট প্রকাশ করবেন।সেখান থেকে যাবেন দুর্গ কুণ্ড মন্দিরে। রাতে ডিএলডব্লু গেস্ট হাউসে ফিরে আসবেন। রাতটুকু সেখানেই থাকবেন প্রধানমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















