এক্সপ্লোর
Advertisement
বৈষ্ণোদেবী যাওয়ার নতুন রাস্তা উদ্বোধন প্রধানমন্ত্রীর
জম্মু: বিখ্যাত হিন্দু তীর্থস্থান বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার বিকল্প একটি রাস্তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাকোটা মার্গ নামে এই রাস্তা সাত কিমি দীর্ঘ। প্রধানমন্ত্রী বলেছেন, হেঁটে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য এই নতুন রাস্তাই সেরা। তীর্থযাত্রীদের জন্য রোপওয়েও তৈরি করছে মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড। এর জন্য খরচ হচ্ছে ৬০ কোটি টাকা। এই রোপওয়ের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৮০০ জন পূণ্যার্থীকে নিয়ে যাওয়া যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের অর্থনীতির জন্য বৈষ্ণোদেবী ও অমরনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তীর্থস্থানগুলিতে লক্ষ লক্ষ মানুষ আসেন। তীর্থযাত্রীরা যাতে বিভিন্ন পরিষেব পান এবং রাজ্যের মানুষ আর্থিকভাবে লাভবান হন, সেই চেষ্টাই করছে সরকার। মাতা বৈষ্ণোদেবীর গুহায় যাওয়ার বেস ক্যাম্প কাটরা পর্যন্ত রেল পরিষেবা পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমি এই রেল পরিষেবা উদ্বোধন করার সুযোগ পাই।’
এই অনুষ্ঠানে হাজির ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এন এন ভোরা, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি ও জিতেন্দ্র সিংহ। রিমোটের মাধ্যমে তারাকোটা মার্গ ও মাতা বৈষ্ণোদেবী গুহা পর্যন্ত মালপত্র নিয়ে যাওয়ার রোপওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি শ্রীনগর ও লেহ-তেও যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement