নোট বাতিলের পর জমা পড়া ১৪.৮৬ লক্ষ কোটি টাকা কার জিম্মায়? জানান মোদী, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি: নভেম্বর থেকে কত পরিমাণ কালো টাকা, জালনোট এবং সন্ত্রাসের আর্থিক জোগানের হদিস মিলেছে, তা দেশবাসীর সামনে খোলসা করা উচিত প্রধানমন্ত্রীর। কেন্দ্রকে আক্রমণ করে এমনটাই জানাল কংগ্রেস।
এদিন নরেন্দ্র মোদীর কাছে কংগ্রেসের মুখপাত্র মণীষ তিওয়ারি জানতে চান, নোট বাতিল ঘোষণার পর দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ১৪.৮৬ লক্ষ কোটি টাকা জমা পড়েছে, তা কার জিম্মায় রয়েছে? তিনি আরও জানতে চান, ওই বিপুল (বাতিল) টাকার ঠিক কী ব্যবস্থা করবে সরকার? তিওয়ারির দাবি, সুপ্রিম কোর্ট না যৌথ সংসদীয় কমিটি—কার তত্ত্বাবধানে কেন্দ্র ওই নোট নষ্ট করতে রাজি, তা জানাতে হবে।
এদিন তিওয়ারি বলেন, গত তিনদিনে না রিজার্ভ ব্যাঙ্ক, না সরকার জানিয়েছে, কত কালো টাকার হদিস মিলেছে। এমনকী, এই ইস্যু নিয়ে কোনও কথাই বলেনি। তিনি যোগ করেন, নোট বাতিলের পর থেকে জঙ্গি কার্যকলাপে নগদের জোগান কতটা কমেছে তাও প্রধানমন্ত্রীকে জানাতে হবে।
৩১ ডিসেম্বরের রাতে মোদীর ভাষণকে সংসদের বাইরে করা ‘বাজেট বক্তৃতা’ বলে কটাক্ষ করেন তিওয়ারি। বলেন, এমনটা এর আগে এদেশে ঘটেনি। তিনি যোগ করেন, যে ভঙ্গিতে মোদী সেদিন কথা বলেছেন, তা ‘হুমকির’ সামিল। তাঁর মতে, একজন ‘আক্রমণকারী’ এইভাবে কথা বলে থাকে।